ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: রেলওয়ে যাত্রীদের জন্য বড় আপডেট, একটি টিকিটেই করতে পারবেন চার থেকে পাঁচবার ভ্রমণ, জানুন কিভাবে

আপনি একটি টিকিটেই চারটি ভিন্ন ট্রেনে উঠতে পারেন এবং চারটি ভিন্ন স্টেশনে যেতে পারেন সার্কুলার জার্নি টিকিট ব্যবহার করে

Advertisement
Advertisement

ভারতের বেশিরভাগ রেলযাত্রীই বিশ্বাস করেন, একবার টিকিট কাটলে আপনি শুধুমাত্র একটি স্টেশন থেকে অন্য আরেকটি স্টেশনেই যেতে পারেন। কিন্তু আমরা যদি আপনাকে বলি একটি টিকিটেই আপনি চারটি ভিন্ন স্টেশনে এবং চারটি ভিন্ন ট্রেনে চড়তে পারেন, আপনার কি তাহলে বিশ্বাস হবে? আদতে কিন্তু কথাটা একেবারেই সত্যি। ভারতীয় রেলওয়ে সার্কুলার জার্নি টিকিট নামে একটি বিশেষ টিকিট জারি করে যাতে একটি টিকিটের মাধ্যমে একাধিক স্টেশনে ভ্রমণ করা যায়। যাত্রীরা তীর্থযাত্রা বা দর্শনীয় সফরের জন্য এই টিকিট কাটতে পারেন। যে কোন ক্লাসের জন্যই সার্কুলার টিকিট কেনা যায়।

Advertisement
Advertisement

তবে সাধারণভাবে এই টিকিট আপনি পাবেন না। আপনি টিকিট কাউন্টার থেকে সরাসরি এই টিকিট কিনতে পারবেন না। এর জন্য আপনাকে আগে আবেদন করতে হবে এবং আপনার যাতায়াতের সম্পূর্ণ রূট সম্পর্কে রেল কর্মকর্তাদের অবগত করতে হবে। তবে এই টিকিট বুক করার জন্য যাত্রীদের মনে রাখতে হবে, তাদের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই কিন্তু যাত্রা শেষ হবে। আপনি যদি দীর্ঘ সফরে যান তাহলে আপনাকে বিভিন্ন স্টেশন থেকে টিকিট নিতে হবে না। সময়সূচী অনুযায়ী আপনি সার্কুলার টিকিট কিনতে পারেন। আপনি বারবার টিকিট কেনার ঝামেলা এড়াতে পারবেন এর মাধ্যমে। এছাড়াও আপনার মূল্যবান সময় নষ্ট হবে না শুধুমাত্র টিকিট কাটার জন্য।

Advertisement

সার্কুলার জার্নি টিকিটের জন্য টেলিস্কোপিক রেড প্রযোজ্য হয় যা নিয়মিত পয়েন্ট টু পয়েন্ট ভাড়ার থেকে অনেকটা কম। উদাহরণস্বরূপ আপনি যদি উত্তর রেলওয়ে থেকে নয়া দিল্লি হয়ে কন্যাকুমারী পর্যন্ত একটি সার্কুলার জার্নি টিকিট কিনতে চান তাহলে আপনার যাত্রা শুরু হবে নয়া দিল্লি স্টেশনে এবং শেষ হবে নয়া দিল্লিতেই। আপনি মুম্বাই সেন্ট্রাল, থেকে মারমাগোয়া থেকে ব্যাঙ্গালোর সিটি থেকে মাইসোর থেকে ব্যাঙ্গালোর সিটি থেকে উদগামন্ডলম থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল হয়ে কন্যাকুমারীতে পৌঁছাবেন। এবং সেই একই রুটে আবার নতুন দিল্লিতে ফিরে আসবেন। ৭৫৫০ কিলোমিটার এর এই টিকিট ৫৬ দিনের জন্য বৈধ থাকবে। আর এই টিকিট কাটার জন্য আপনাকে যেতে হবে রিজার্ভেশন অফিসে। এই টিকিট আপনাকে অনেকদিন আগেই কেটে রাখতে হবে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি এই ধরনের টিকিট পাবেন না।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button