সেপ্টেম্বর মাস শেষ হলেই পরের মাসের শুরু থেকেই আনন্দে ভাসবে প্রত্যেক বাঙালি। কারণ তো একটাই। বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব শুরু অক্টোবর মাসের একদম শুরুর দিকেই। তারপর গোটা মাসে রয়েছে কালীপুজোও। বলা যেতে পারে, গোটা অক্টোবর মাসটাই বাঙ্গালীদের কাটবে পুজো পার্বণে। এই পুজোর মাসে ঠাকুর দেখার পর অনেকেই চান ছুটিতে একটু বাইরে ঘুরে আসার। আপনিও কি দুর্গাপুজো বা কালী পূজোর সময় ঘুরতে যেতে চান পুরীতে? এবার ভ্রমণপিপাসুদের জন্য বড়সড়ো ঘোষণা করলো ভারতীয় রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এবার দুর্গাপুজো বা কালীপুজোর সময় পুরীতে ঘুরতে যাওয়ার জন্য ট্রেন পাওয়া যাবে শিয়ালদহ থেকেই।
পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে তারা শিয়ালদহ থেকে পুজো স্পেশাল ট্রেন চালু করবে যা গোটা পূজোর মাসটাই পুরি অব্দি যাবে। ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পুজো স্পেশাল ট্রেন চলবে। কবে ও কোন সময় এই ট্রেন ছাড়বে বা কবে থাকতে এই ট্রেনের বুকিং করা যাবে, বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে ০৩১০১ শিয়ালদহ পুরী পুজো স্পেশাল ট্রেন। প্রতি শনিবার রাত ১১:৫০ মিনিটে এই ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে যা পরদিন অর্থাৎ রবিবার সকাল ৯:৩৫ মিনিটে পুরীতে পৌঁছে যাবে। অন্যদিকে, ০৩১০২ পুরী শিয়ালদহ পুজো স্পেশাল ট্রেন প্রতি রবিবার দুপুর ৩:৫০ মিনিটে পুরি থেকে ছেড়ে সোমবার রাত ২ টোয় শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। এই ট্রেনটি তার যাত্রাপথে ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে দাঁড়াবে।
এই ট্রেনের অনলাইনে এবং টিকিট কাউন্টার থেকে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বুকিং করা যাবে। স্পেশাল ট্রেন হওয়াতে বাড়তি চার্জ রয়েছে এই ট্রেনে। এছাড়া এতে মিলবে না কনসেশন বুকিং বা তৎকাল কোটায় টিকিট বুকিং। আপনি যদি পুজোর সময় পুরী যাওয়ার প্ল্যান করছেন তাহলে শীঘ্রই কেটে নিন স্পেশাল ট্রেনের টিকিট।