Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: দীপাবলির আগে রেলের বড় ঘোষণা! টিকিটে ২০% ছাড়, জানুন শর্ত

উৎসবের মরশুমে ট্রেনযাত্রীদের জন্য বিশেষ চমক দিল রেলওয়ে। স্লিপার ও এসি ক্লাসে ভ্রমণ করলে টিকিটে মিলছে ২০ শতাংশ ছাড়। তবে এই সুবিধা পেতে হলে যাত্রীদের মানতে হবে একটি গুরুত্বপূর্ণ শর্ত—যে…

Avatar

উৎসবের মরশুমে ট্রেনযাত্রীদের জন্য বিশেষ চমক দিল রেলওয়ে। স্লিপার ও এসি ক্লাসে ভ্রমণ করলে টিকিটে মিলছে ২০ শতাংশ ছাড়। তবে এই সুবিধা পেতে হলে যাত্রীদের মানতে হবে একটি গুরুত্বপূর্ণ শর্ত—যে ক্লাসে যাত্রা করা হবে, ফেরার টিকিটও একই ক্লাসে বুক করতে হবে।দীপাবলি পর্যন্ত এই অফার কার্যকর থাকবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার সুলতানপুর স্টেশনের বুকিং কাউন্টারে দেখা গেল যাত্রীদের ভিড়। কেউ দিল্লি, কেউ মুম্বই, আবার কেউ লুধিয়ানা বা পঞ্জাবগামী ট্রেনের টিকিট কাটার সময় ছাড়ের খোঁজ নিচ্ছেন। অনেকেই এই সুযোগে বুকিং করেছেন, কিন্তু যাঁদের ফেরার তারিখ ঠিক হয়নি, তাঁরা সুবিধা নিতে পারেননি।

যাত্রীদের অভিজ্ঞতা

বিবেকনগরের পবন কুমার মুম্বই যাচ্ছিলেন চাকরিসূত্রে। কাউন্টারে ছাড়ের খবর শুনে খুশি হলেও তিনি জানালেন, ফেরার দিন নির্দিষ্ট না থাকায় কেবল একমুখী টিকিটই কিনেছেন। একই সমস্যায় পড়েছেন বিনোবাসপুরির প্রদীপ কুমার। দিল্লি যাওয়ার এসি ক্লাস টিকিট নিলেও ফিরতি দিন ঠিক না থাকায় ছাড় মেলেনি। শাস্ত্রিনগরের জয় প্রকাশ আবার ভাইয়ের জন্য লুধিয়ানা যাওয়ার স্লিপার টিকিট কেটেছেন। কিন্তু ফিরতি দিন না জেনে সুবিধা মেলেনি তাঁর ক্ষেত্রেও।

রেলের নিয়ম ও ছাড়ের শর্ত

মূল টিকিট পরিদর্শক শিব কুমার জানিয়েছেন, স্লিপার ও এসি ক্লাসে যাত্রীরা একসঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করলে সঙ্গে সঙ্গেই ২০ শতাংশ ছাড় পাচ্ছেন। শর্ত মানলেই কেবলমাত্র এই সুবিধা কার্যকর হবে।

আয়ের লক্ষ্যেও পদক্ষেপ

রেলের মুখ্য বাণিজ্য পরিদর্শক বিবেক ত্রিপাঠী জানিয়েছেন, প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি টিকিট এই অফারে বিক্রি হচ্ছে। দীপাবলি পর্যন্ত এটি চালু থাকবে। যদি এই সময়ে আয় বৃদ্ধি পায়, তবে ছাড়ের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
About Author