Indian Railway: রাতের ট্রেন যাত্রায় নতুন নিয়ম, নিয়ম না মানলে হবে জরিমানা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেল সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে। যাত্রীদের সুবিধার্থে রাতের ট্রেন যাত্রায় বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মগুলি যাত্রীদের ঘুমের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ট্রেনে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। ভারতীয় রেলের এই নতুন নিয়মগুলি হল নিম্নলিখিত।

১) উচ্চস্বরে কথা বলা ও গান শোনা নিষিদ্ধ:
রাত ১০টার পর ট্রেনে উচ্চস্বরে মোবাইলে কথা বলা বা গান শোনা যাবে না। গান শুনতে হলে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করতে হবে।

২) লাইট নিয়ন্ত্রণ:
রাত ১০টার পর রাতের আলো ছাড়া অন্য সব আলো বন্ধ রাখতে হবে।

৩) টিটিই-এর দায়িত্ব:
রাত ১০টার পর টিটিই টিকিট চেক করতে আসবে না। সেক্ষেত্রে মাঝরাতে কেউ ট্রেনে উঠে ভোরে নেমে গেলে তার টিকিট চেক হবে না।

৪) অনলাইন খাবার:
রাত ১০টার পর অনলাইন খাবার বিতরণ বন্ধ থাকবে।

৫) মিডিল বার্থ:
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মিডিল বার্থের যাত্রীদের নিজ নিজ বার্থে থাকতে হবে।

যাত্রীরা এই নতুন নিয়ম না মানলে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা, ট্রেন থেকে নামানো, এমনকি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। এই নিয়মগুলি ট্রেনে যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং ট্রেনে শৃঙ্খলা বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে। যাত্রীদের মধ্যে এই নিয়মগুলি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন এই নিয়মগুলি যাত্রীদের ঘুমের পরিবেশ নিশ্চিত করবে। আবার অনেকে মনে করছেন এই নিয়মগুলি অপ্রয়োজনীয় এবং যাত্রীদের স্বাধীনতা হরণ করবে।