প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। কিন্তু অনেক সময়ই দেখা যায় টিকিট কাটলেও কনফার্ম টিকিট পাওয়া যায় না। টিকিট ওয়েটিং লিস্টে থাকলে অনেক সময়ই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সমস্যার সমাধানে ভারতীয় রেল এনেছে ‘বিকল্প’ নামক একটি নতুন স্কিম। এই স্কিমের মাধ্যমে যাত্রীরা টিকিট কনফার্ম না হলেও অন্য ট্রেনে যাত্রা করতে পারবেন। এই ‘বিকল্প’ স্কিম কিভাবে কাজ করে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলে আপনাকে বিকল্প ট্রেনে যাত্রার অপশন দেওয়া হবে। এই স্কিমে মোট ৭টি ট্রেনের বিকল্প অপশন দেওয়া হয়। বিকল্প ট্রেনগুলি প্রায় একই রুটের হবে অথবা আপনার যাত্রার নির্ধারিত স্টেশনের উপর দিয়ে যাবে। আপনি যদি বিকল্প অপশন বেছে নেন, তাহলে আপনার বুকিং করা ট্রেন ছাড়ার সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে। তবে মনে রাখবেন, বিকল্প অপশন বেছে নেওয়ার অর্থ এই নয় যে আপনি অন্য ট্রেনে কনফার্ম টিকিট পাবেন। সেক্ষেত্রে আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন পরিবর্তিত হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowট্রেনের টিকিট বুক করার সময় আপনাকে ‘বিকল্প’ স্কিম চালু করতে হবে। টিকিট ওয়েটিং লিস্টে থাকলে আপনাকে বিকল্প ট্রেনের তালিকা দেখানো হবে। আপনি যদি বিকল্প ট্রেনে যাত্রা করতে চান, তাহলে ‘বিকল্প গ্রহণ করুন’ বোতামে ক্লিক করুন। তখনই একমাত্র আপনার টিকিট বিকল্প ট্রেনে আপগ্রেড করা হবে। ভারতীয় রেলের ‘বিকল্প’ স্কিম ট্রেন যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কিম যাত্রীদের ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করে এবং টিকিট কনফার্ম না হলেও বিকল্প যাত্রার ব্যবস্থা করে দেয়।