Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Ticket Booking: লাইনে না দাড়িয়ে সাধারণ ট্রেনের টিকিট বুক করতে চান? এই পদ্ধতিতে করুন, অনেকে জানেনই না

যখনই আমাদের কোথাও যেতে হয়, বিশেষ করে ট্রেনে চেপে যখন কোথাও যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তখন প্রথমেই আমাদের মাথায় আসে টিকিট কাটতে হবে। রেলে সব সময় সহজে টিকিট পাওয়া সম্ভব…

Avatar

যখনই আমাদের কোথাও যেতে হয়, বিশেষ করে ট্রেনে চেপে যখন কোথাও যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তখন প্রথমেই আমাদের মাথায় আসে টিকিট কাটতে হবে। রেলে সব সময় সহজে টিকিট পাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাকে এমন একটি কৌশল বলব যার সাহায্যে আপনি সহজেই রেলের টিকিট করতে পারেন।

যখনই আমাদের স্বল্প দূরত্বে ভ্রমণ করতে হয়, আমরা অসংরক্ষিত ট্রেনের টিকিট করার কথা ভাবি। এর জন্য হয় রেলের টিকিট কাউন্টারে যেতে হবে। কাউন্টারে লাইন এত বেশি হয় যে মাঝেমধ্যে যাত্রীদের ট্রেন টিকিটের অপেক্ষায় স্টেশন ছেড়ে যায়। আমাদের কাছে দ্বিতীয় বিকল্পটি হয়ে দাঁড়ায় মোবাইল অ্যাপ থেকে টিকিট বুক করা। কিন্তু আজকের সময়েও খুব কম মানুষই জানেন না কীভাবে রেলের অ্যাপ থেকে টিকিট কাটতে হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি অল্প দূরত্বে ভ্রমণ করতে হয় UTS APP থেকে সহজেই টিকিট কাটা যাবে। UTS অ্যাপের পূর্ণরূপ হলো আনরিজার্ভড টিকেটিং সিস্টেম অ্যাপ। এতে সহজেই ঘরে বসেই টিকিট কাটতে পারবেন আপনি। এর সাহায্যে আপনি আপনার ফোন থেকে অসংরক্ষিত টিকিট বুক করতে পারেন। এর পাশাপাশি, যদি টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন থাকে তবে আপনি এই অ্যাপ থেকে প্ল্যাটফর্ম টিকিটও কিনতে পারবেন। এই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরে উপলব্ধ।

Train Ticket Booking: লাইনে না দাড়িয়ে সাধারণ ট্রেনের টিকিট বুক করতে চান? এই পদ্ধতিতে করুন, অনেকে জানেনই না

ইউটিএস অ্যাপ থেকে কীভাবে টিকিট বুক করবেন

প্রথমে আপনার মোবাইলে ইউটিএস অ্যাপটি ডাউনলোড করে নিন।

 

এর পরে আপনার নাম, মোবাইল নম্বর, আইডি কার্ড নম্বরের তথ্য পূরণ করুন এবং নিবন্ধন করুন।

 

রেজিস্ট্রেশন করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।

আপনি এখন অ্যাপটিতে সাইন আপ হয়ে যাবেন।

 

এর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আইডি ও পাসওয়ার্ড চলে আসবে।

 

যার মাধ্যমে আপনি ইউটিএস অ্যাপে লগইন হয়ে যাবেন।

 

এখন টিকিট কাটতে হবে।

About Author