Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ৩ মাসের জন্য অনেক ট্রেন বাতিল করেছে Indian Railway, দেখুন বাতিল ট্রেনের তালিকা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। তবে বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মাঝেই ট্রেন বাতিল করা হয়। আপনি যদি আগামী ডিসেম্বর মাস থেকে জানুয়ারি পর্যন্ত ট্রেনে করে ভ্রমণ করার কোনো প্ল্যান করেন, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।ভারতীয় রেলওয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়েছে যা সকলের জানা উচিত যারা ট্রেনে ভ্রমণ করেন। রেলওয়ে জানিয়েছে আগামী ৩ মাসের জন্য অনেক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে অনুসারে চণ্ডীগড় থেকে শুরু হওয়া এবং সেই রুট দিয়ে যাওয়া ১৪ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আম্বালা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মনদীপ সিং ভাটিয়া বলেছেন যে চণ্ডীগড় ট্র্যাকে চলমান কিছু ট্রেন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাতিল থাকবে। কোন কোন ট্রেন বাতিল হবে জানতে চাইলে নিচের তালিকাটি দেখে নিন।ট্রেন নং 2241 – চণ্ডীগড় – অমৃতসর এক্সপ্রেসট্রেন নং 12242 – অমৃতসর – চণ্ডীগড় এক্সপ্রেসট্রেন নং 14615 – লালকুয়ান – চণ্ডীগড় – অমৃতসর এক্সপ্রেস ট্রেন নং 14616 – অমৃতসর – চণ্ডীগড় – লালকুয়ান এক্সপ্রেস ট্রেন নং 14218 – চণ্ডীগড় – প্রয়াগরাজ উনচাহার এক্সপ্রেস ট্রেন নং 14217 – প্রয়াগরাজ – চণ্ডীগড় উনচাহার এক্সপ্রেস ট্রেন নং 14629 – চণ্ডীগড় – ফিরোজপুর এক্সপ্রেসট্রেন নং 14630 – ফিরোজপুর – চণ্ডীগড় এক্সপ্রেসট্রেন নং 14503 – কালকা – চণ্ডীগড় – কাটরা এক্সপ্রেস ট্রেন নম্বর 14504 – কাটরা – চণ্ডীগড় – কালকা এক্সপ্রেসট্রেন নম্বর 22456 – কালকা – চণ্ডীগড় – শিরডি এক্সপ্রেসট্রেন নম্বর 22455 – শিরডি – চণ্ডীগড় – কালকা এক্সপ্রেসট্রেন নম্বর 11905 – আগ্রা ক্যান্ট – চণ্ডীগড় – হোশিয়ারপুর এক্সপ্রেসট্রেন নং 11906 – হোশিয়ারপুর – চণ্ডীগড় – আগ্রা ক্যান্ট এক্সপ্রেস
About Author