নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেনের মাধ্যমে অগণিত মানুষ অল্প খরচায় নিজেদের গন্তব্যে পৌঁছে যান। তবে এমন অনেক পরিবার রয়েছে যারা অনুষ্ঠান কিংবা ঘুরতে যাওয়ার সময় একসাথেই যান। সেক্ষেত্রে যদি আলাদা আলাদা ভাবে বসা হয়, তবে নিঃসন্দেহে অসুবিধা হয় গোটা পরিবারের। এক্ষেত্রে কেউ যদি নিজেদের গন্তব্যে পৌঁছানোর সময় ট্রেনের একটা গোটা কোচ বুক করতে চান তাহলে, সেটিও যে অসম্ভব নয় সেকথা বলাই বাহুল্য।
বগি সংখ্যা-
যদি ৫০- ৬০ জন একসাথে দূরের গন্তব্যে যান তবে একটি গোটা কোচ নিজেদের জন্য আগে থেকে বুক করা সম্ভব। তবে শুধুমাত্র একটি নয় ১৮ কিংবা ২৪টি কোচ একসাথে বুক করে নেওয়া যাবে। আর এই বুকিং প্রসেস অনলাইনেও করা সম্ভব হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকতদিন আগে বগি বুক করতে হবে?
ছমাস আগে বুক করতে পারলে ভালো, নয়তো অন্ততপক্ষে একমাস আগে নিশ্চিতভাবে বুক করার আবেদন জানাতে হবে। অনলাইনের পাশাপাশি ট্রেনের সাপোর্টিং পয়েন্ট থেকেও এই বুকিং করা যাবে।
খরচের পরিমাণ-
৭ দিনের যাত্রার জন্য ১টি কোচ বুক করতে খরচ হবে ৫০ হাজার টাকা। এক্ষেত্রে যদি মেয়াদ বাড়তে থাকে তাহলে প্রতিদিন পিছু ১০ হাজার টাকা করে লাগবে। আর কেউ যদি ৭ দিনের জন্য ১৮টি কোচ বুক করতে চায় তাহলে, ৭ দিনে মোট খরচা হবে ৯ লাখ টাকা।
বগি বাতিলের পদ্ধতি-
যদি কেউ ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে কোচ বুকিং বাতিল করতে চান তবে সেক্ষেত্রে পুরো অর্থ পাওয়া যাবে না। ২৫ শতাংশ টাকা কেটে নিয়েই সেই অর্থ ফেরত আসবে। উল্লেখ্য যদি ভ্রমনের সময় চার ঘন্টার কম হয় তবে অর্থের ৫০ শতাংশ কেটে নিয়েই ফেরত দেওয়া হবে।
স্টেশনে গিয়ে কিভাবে বুক করবেন টিকিট?
প্রথমেই বুকিং অফিসারের সাথে দেখা করতে হবে। জানাতে হবে আবেদন। এরপরে একটি স্লিপ দেওয়া হবে। এরপর সেই স্লিপ টিকিট বুকিং কাউন্টারে জমা দিতে হবে এবং তার সাথে জমা দিতে হবে নির্ধারিত অর্থও। এক্ষেত্রে রশিদ দেওয়া হবে যেখানে লেখা থাকবে এফটিআর নম্বর। এরপর সিবিএসে যেতে হবে। আর সেখান থেকেই মিলবে ওয়েটিং লিস্টের তালিকা। তবে ৭২ ঘণ্টা আগেই বকিং নিশ্চিত করা হবে।