Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway: এই মাসেই কি বাড়বে রেলের ভাড়া? মত স্পষ্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দেশে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল সব ভারতীয়র সবথেকে পছন্দের মাধ্যম। যেকোনো জায়গায় যাওয়ার জন্যই ভারতীয় রেলের সার্ভিস ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত সরকার এই রেলওয়ের উন্নতির জন্য নিরলস…

Avatar

দেশে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল সব ভারতীয়র সবথেকে পছন্দের মাধ্যম। যেকোনো জায়গায় যাওয়ার জন্যই ভারতীয় রেলের সার্ভিস ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত সরকার এই রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। গত রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলওয়ের উন্নতির জন্য স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য ৫০৮ টি রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই স্টেশনগুলোতে এবার যাত্রীদের বিশ্বমানের সুবিধা দেওয়া হবে। তবে এরসাথে ট্রেনের ভাড়া সংক্রান্ত বড় আপডেট দিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক কি বলেছেন তিনি?

আসলে এই বিশ্বমানের স্টেশন তৈরির সিদ্ধান্ত শুনে অনেকেই মনে করেছিলেন যে এবার হয়তো ট্রেনের ভাড়া বেড়ে যাবে। আসলে রেলমন্ত্রী তথ্য দিয়ে জানিয়েছেন যে রেলওয়ের পুনর্নির্মাণ প্রকল্পে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। তবে সেইসাথে ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ স্পষ্ট করে তিনি বলেছেন রেল যাত্রীদের ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না কারণ রেলওয়ে বাজেট থেকে এ জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রশ্ন ওঠে তাহলে রেলওয়ের পুনর্নির্মাণের নামে এখন আর যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হবে না কি? যার উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সাংবাদিক সম্মেলনের সময় বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেশনগুলির পুনর্বিন্যাস করতে এবং সমস্ত যাত্রীদের বিশ্বমানের সুবিধা দিতে চান। এ জন্য রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের ওপর কোনো অতিরিক্ত বোঝা চাপানো হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মোট ১৩০০ টি রেলস্টেশনকে পুনরুজ্জীবিত করা হবে এবং এগুলিতে বিশ্বমানের সুবিধা দেওয়া হবে। রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০৮ টি রেলওয়ে স্টেশনের পুনর্নবীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উত্তরপ্রদেশ এবং রাজস্থানের প্রায় ৫৫ টি রেলস্টেশনে ৪০০০ কোটি টাকা খরচ হবে। বাকি এই স্কিমের আওতায় রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ইত্যাদি।

About Author