Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway: চলন্ত ট্রেনে ভুল করেও এই তিনটি কাজ করবেন না, না হলে জেলে যেতে হবে

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয়…

Avatar

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের পাশাপশি অনেক স্পেশাল কেসে নতুন নতুন সুবিধা আনে। এই প্রসঙ্গে জানেন না ৯৯% মানুষ। সাথে সাথে পরিষেবা সুষ্ঠভাবে দেওয়ার জন্য অনেক ধরনের নিয়ম আছে রেলের। কিছু নিয়ম অমান্য করলে জেল হতে পারে। তাই বিপদে পরার আগে জেনে নিন ভারতীয় রেলের ৩ নিয়ম যা না মানলে আপনার জেলও হতে পারে।

ট্রেনে কোনো নারীকে হয়রানি করলে আপনার ‍উপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রেনে ‍মহিলা পুলিশও থাকে, তাই একবার অভিযোগ করলেই আপনি সোজা জেলে যেতে পারেন। ট্রেনে সর্বদা রাউন্ড দেয় আরপিএফ। এমনকি আপনি যদি কোনো যাত্রীর ভিডিও করেন বা কারো গোপনীয়তায় হস্তক্ষেপ করেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্রেনে আরও জিনিস বা লাগেজ চুরি করতে গিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি হবে। আজকাল সব ট্রেনের কামরাতে সিসিটিভি আছে। তাই চুরি ধরা পরলে অনেকদিন জেলে কাটাতে হতে পারে। টিকিট ছাড়া ভ্রমণ করলে এবং টিটি-এর সাথ অসভ্য ‍আচরণ করলে আপনার উপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আপনার যদি রিজার্ভ আসন না থাকে তাহলে অন্যের আসনে বসা থেকে বিরত থাকুন। অভিযোগ করলে আপনার উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ আপনি যদি কোনো ইমারজেন্সি কারণ ছাড়া ট্রেনের চেন টেনে ট্রেন থামান, তাহলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধে অনেকদিন জেলে কাটাতে হতে পারে।

About Author