নিউজদেশ

ইন্ডিয়া রেল ও পোস্টের নয়া যৌথ উদ্যোগ ‘Rail Post Gati Shakti Express’, পাবেন কি কি নতুন সুবিধা? জানুন বিস্তারিত

আগামী ৩১ ই মার্চ থেকে ১৫ টি সেক্টরে কার্যকরী হবে 'রেল পোষ্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস'

×
Advertisement

সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দেয়ার জন্য এবার ইন্ডিয়া পোস্টের সাথে হাত মেলালো ভারতীয় রেলওয়ে। তারা একে অপরের সাহায্যে এক নতুন উদ্যোগ শুরু করেছে যা ডাক বিভাগে বিপ্লব এনে দিতে পারে। ইন্ডিয়া পোস্ট ও ভারতীয় রেলওয়ের নতুন উদ্যোগ হল ‘রেল পোস্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস’। এই মিলিত উদ্যোগের হাত ধরে এবার পার্সেল পরিষেবাকে আরো উন্নত এবং চাঙ্গা করা হবে। এর আগেই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ‘রেল পোষ্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস’ চালু সম্বন্ধে ছোট্ট ইঙ্গিত দিয়েছিলেন।

Advertisements
Advertisement

কবে থাকতে শুরু হবে এই ‘রেল পোষ্ট গতিশক্তি কার্গো এক্সপ্রেস’? এই প্রসঙ্গে জানা গিয়েছে ভারতীয় রেলের সাথে ভারতীয় পোস্টের মেলবন্ধনে তৈরি এই এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হবে আগামী ৩১ ই মার্চ থেকে। এই এক্সপ্রেস ট্রেনের হাত ধরে অবিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্তের সামগ্রী সহজে পৌঁছানোর ব্যবস্থা করছে ইন্ডিয়া পোস্ট। এই উদ্যোগের প্রথম বিভাগে ১৫ টি সেক্টরকে কার্যকরী করা হবে। আপাতত স্থির করা হয়েছে দিল্লি-কলকাতা, বেঙ্গালুরু-গুয়াহাটি, সুরত- মজফ্ফরপুর, হায়দরাবাদ-হজরত নিজামুদ্দিন ইত্যাদি রুটে ট্রেন চলবে।

Advertisements

এই পরিষেবায় নেই ওজনের কোনো নির্দিষ্ট সীমা। সিল করা প্যাকেজে আপনার পার্সেল নিয়ে যাওয়া হবে। যে গ্রাহকরা এই পরিষেবার সুবিধা নিতে চান তাদের থার্ড পার্টি বিমার বন্দোবস্ত থাকবে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে। এখানে পোস্ট করতে প্রতি কেজিতে ছয় টাকা মূল্য নির্ধারিত করা হয়েছে। এই পরিষেবার সামগ্রী পৌঁছে দিতে আপনাকে যেতে হবে ইন্ডিয়া পোস্ট এর কাছে। এমনকি নিজের সামগ্রী ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা বুকিং এর সময় একটি বিশেষ নাম্বার দ্বারা একটি অ্যাপে ট্র্যাক করা যাবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button