নিউজদেশ

Indian Railway: কুয়াশার কারণে 21টি ট্রেন দেরিতে চলছে, বাড়ি ছাড়ার আগে ট্রেনের তালিকা দেখুন

নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত ও সেইসাথে সকাল ও বিকেলের পর থেকে কুয়াশার প্রাধান্য দেখা যাচ্ছে

Advertisement
Advertisement

শীতের তীব্রতা ব্যাপকভাবে বাড়তে শুরু হয়েছে। আর এর ফলে দূরপাল্লায় যাতায়াতকারীদের অসুবিধাও বেড়েছে বহুগুণ। অনেক সময় এমন হয় যে আপনি স্টেশনে অপেক্ষা করতে থাকেন এবং ট্রেন কয়েক ঘন্টা দেরি করে সেই স্টেশনে আসতে। কুয়াশার কারণে ট্রেন বিলম্ব হওয়াটা একটা খুবই বড় সমস্যা। নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত ও সেইসাথে সকাল ও বিকেলের পর থেকে কুয়াশার প্রাধান্য দেখা যাচ্ছে। কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে 21টি ট্রেন দেরিতে চলছে। এর পাশাপাশি ফ্লাইটেও কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। আপনি যদি এইসময় ট্রেনে কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন, তাহলে বাড়ি থেকে বের হওয়ার আগে একবার ট্রেনের সময় দেখে নিন।

Advertisement
Advertisement

আজ অর্থাৎ ১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৮ টায় কুয়াশার কারণে অনেক ট্রেন লেট হওয়ার খবর পাওয়া গেছে। এই ট্রেন লেট হওয়ার জন্য অনেক যাত্রী সমস্যায় পরেছেন। আপনার ট্রেন লেট আছে নাকি, তা জানতে এই প্রতিবেদনটি আপনি শেষ পর্যন্ত পড়ুন। কোন রুটের কোন দূরপাল্লার ট্রেন কত ঘন্টা দেরিতে চলছে, সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হল।

Advertisement
  • ট্রেন নম্বর 20171 রানী কমলাপতি ভোপাল-নিজামুদ্দিন এক্সপ্রেস 4 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 22811 ভুবনেশ্বর-নয়া দিল্লি রাজধানী 03 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 22691 বেঙ্গালুরু-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস 1 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 12453 রাঁচি-নয়া দিল্লি রাজধানী 01.15 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নং 12213 যশবন্তপুর-দিল্লি সরাই রোহিল্লা দুরন্ত
    02.30 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নং 12285 সেকেন্দ্রাবাদ-নিজামুদ্দিন দুরন্ত 03.00 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নং 12381 হাওড়া- নতুন দিল্লি পূর্বা এক্স 03.00 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 12553 সহরসা-নতুন দিল্লি বৈশালী এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 12427 রেওয়া-আনন্দ বিহার এক্সপ্রেস 05 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 12417 প্রয়াগরাজ-নয়া দিল্লি এক্সপ্রেস 3 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 12367 ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস 3 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 12393 রাজেন্দ্র নগর-নয়াদিল্লি 04.00 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 12723 হায়দ্রাবাদ-নয়াদিল্লি 04 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 12155 ভোপাল-নিজামুদ্দিন এক্সপ্রেস 02 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 11078 জম্মু তাউই-পুনে ঝিলাম এক্সপ্রেস 45 মিনিট দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 13257 দানাপুর-আনন্দ বিহার 2 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নং 14034 কাটরা-দিল্লি এক্সপ্রেস 1 ঘন্টা দেরিতে চলছে৷
  • ট্রেন 15658 কামাখ্যা – দিল্লি এক্স 1 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 12559 বেনারস-নয়া দিল্লি এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে চলছে।
  • ট্রেন নম্বর 12189 জবলপুর-নিজামুদ্দিন 1.45 মিনিট দেরিতে চলছে৷
  • ট্রেন নম্বর 12137 মুম্বাই-ফিরোজপুর 4 ঘন্টা দেরিতে চলছে।
Advertisement

Related Articles

Back to top button