Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রশিক্ষণের সময় গোয়ায় ভেঙে পড়ল MiG-29K বিমান, প্রাণে বাঁচল পাইলট

রবিবার ১০৩০এইচ মিগ-২৯কে বিমানটি ভেঙে পড়ে গোয়ায়। ভেঙে পড়া বিমান থেকে অক্ষত উদ্ধার করা হয় ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯ কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। একটি পাখি…

Avatar

রবিবার ১০৩০এইচ মিগ-২৯কে বিমানটি ভেঙে পড়ে গোয়ায়। ভেঙে পড়া বিমান থেকে অক্ষত উদ্ধার করা হয় ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯ কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। একটি পাখি ডানদিকের ইঞ্জিনে ধাক্কা খাওয়াতেই ঘটে দূর্ঘটনা, ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়া মিগটি ছিল ট্রায়াল ভার্সনের।

বিমান ভেঙে পড়লেও পাইলট ও কম্যান্ডার প্রাণে বেঁচে গেছে অল্পের জন্য। রুটিন মহড়া চলার সময়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফে। তিন মাস আগেও গোয়ার ডাবলিমের নৌঘাঁটিতে এরকমই একটি ঘটনা ঘটে। রুটিন মহড়া চলা সময় গত বছর নভেম্বরে ভেঙে পড়েছিল একটি মিগ-২৯কে ফাইটার জেট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author