
ভারতীয় নৌবাহিনীতে তিন ধরণের রণতরী রয়েছে৷ আকার ও আয়তনের দিক থেকে বড় রণতরী হল ডেসট্রয়ার, দ্বিতীয় ফ্রিগেটস আর তৃতীয় করভেটস৷ তিনটি ক্লাসের ফ্রিগেটস হয়৷ এক শিবলিক ক্লাস, দ্বিতীয়টি তালবার ক্লাস , ও তৃতীয় ব্রহ্মপুত্র ক্লাস৷ নীলগিরি বা প্রজেক্ট 17 A হল শিবালিক ক্লাসের রণতরী বা ফ্রিগেটস৷ সুতরাং, সব মিলিয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে এটা শক্তি বাড়ানোর একটা মোক্ষম সুযোগ, এমনটা বলাই যায়।I am fully confident that Indian Armed Forces will leave no stone unturned to safeguard our frontiers be it at land, air or ocean: Chief of Defence Staff General Bipin Rawat https://t.co/LJWlLk4INj
— ANI (@ANI) December 14, 2020
Time has come now to look at the future of warfighting imbibing technology into our systems. We have got adequate forces to counter any threat or challenges that we may face on northern borders: Chief of Defence Staff General Bipin Rawat pic.twitter.com/vPV2tqBMwG
— ANI (@ANI) December 14, 2020