গানের কনর্সাট হোক কিংবা প্লেব্যাক মিউজিক সবেতেই দুজনকে একসাথে দেখা যায়। এমনকি দুজনের সোশ্যাল মিডিয়ার পাতাতে দুজন একসাথে ধরা দেন। তবে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দুজনকে একসঙ্গে দেখা গেলেও পাহাড়ি ছেলে পবন দ্বীপের মুখে নেই একটুও হাসি। এরপুরেই প্রশ্ন ওঠে হাসিখুশি থাকা পবনদ্বী কি কোনো কারণে আরুনিতার সঙ্গে ঝগড়া হয়েছে? উঠেছে নানা ধরনের প্রশ্ন। তবে এসবের মাঝে শোনা যাচ্ছে, পবনদ্বীপ এর পাশ থেকে নিজেই সরে আসছেন অরুনিতা। কিন্তু কেন?সূত্রের খবরে জানা গিয়েছে যে অরুণিতার সবচেয়ে ভালো বন্ধু পবনদ্বীপের সঙ্গে অনস্ক্রিন ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি রয়েছে গায়িকার পরিবারের। যার ফলে দুজনে একসঙ্গে প্লেব্যাক অ্যালবামের গান করলেও অনস্ক্রিন এঁদের জুটি হিসেবে আর রোম্যান্স করতে দেখা যাবেনা। এবারে মিউজিক অ্যালবাম এর অরুনিতার জায়গায় দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী চিত্রা শুক্লা কে। উল্লেখ্য,ইন্ডিয়ান আইডিয়াল শো শেষ হওয়াত পর অরুনিতা এবং পবনদ্বীপের সঙ্গে অক্টোপাস ইন্টারটেইনমেন্টের তিনটি মিউজিক অ্যালবাম এর চুক্তি হয়েছিল।প্রথম মিউজিক ভিডিও ‘মঞ্জুর দিল’ মুক্তি পায় যা সুপার ডুপার হিট হয়েছে৷ দর্শকের কাছে এই ভিডিও খুব দ্রুত জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। সকলেই অরুনিতা এবং পবনদ্বীপের জুটিকে আবার দেখার আগ্রহে বসে আছেন। কিন্তু অরুণিতার পরিবারের আপত্তি থাকার কারণে দ্বিতীয় মিউজিক ভিডিও ফুরসত থেকে নিজেই সরে গিয়েছেন অরুনিতা। এবারে দেখার অপেক্ষা পবনদ্বীপ এবং চিত্রার জুটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে। চিত্রা কি অরুণিতার জায়গা নিতে পারবে তা সময় বলবে।
ভেঙে গেল ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় জুটি, একস্ক্রিনে আর দেখা যাবে না পবনদ্বীপ ও অরুনিতাকে
চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম হল পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান…

By

আরও পড়ুন