তুমুল বিতর্কের মধ্যে দিয়ে হচ্ছে ইন্ডিয়ান আইডল, এবার এই প্রতিযোগীকে বাদ দেওয়ার দাবি দর্শকদের

Advertisement

Advertisement

সোনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো হল ইন্ডিয়ান আইডিল। অন্যবারের তো এবারেও রমরমিয়ে চলছে জনপ্রিয় এই গানের রিয়েলিটি শো। এই শো থেকে প্রতিবছর ভবিষ্যতের প্রতিভা বাছাই করে আনা হয়। ইতিমধ্যে এই বছরের সিজন নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান চর্চা। পেজ থ্রিয়ের পাতায় এই ধারাবাহিক নিয়ে নানান খবর উঠে এসেছে। চ্যানেল এর টুইটার অ্যাকাউন্টে প্রতিদিনই অংশগ্রহণ করতে আসা নতুন প্রতিযোগীদের কোন না কোন নতুন ভিডিও শেয়ার করা হয়েই থাকে। আবার কেউ কেউ এই শো নিয়ে ট্রোলড ও করে যাচ্ছেন।

Advertisement

গত শনিবার এই রিয়ালিটি শোতে ছিল আরো এক লেজেন্ড স্পেশাল এপিসোড। শ্রবণ রাঠোর স্পেশ্যাল এপিসোডে প্রতিযোগীরা প্রাণপণে গান গেয়েছেন। এই দিন শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী সংগীতশিল্পী শ্রবণের সঙ্গে ঘনিষ্ট কিছু বন্ধু যেমন কুমার শানু, অনুরাধা পারওয়াল, রূপকুমার রাঠোর হাজির ছিলেন। নব্বই দশকের সংগীত জগতে আলোড়ন তুলেছিলেন এই সঙ্গীত মহলের ব্যক্তিত্বরা। তাঁদের সামনেই শনিবার গান গাইতে দেখা যায় প্রতিযোগীদের। এদিনের সকল প্রতিযোগীদের গান শোয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পছন্দ করলেও প্রতিযোগীদের গান একেবারেই পছন্দ করেননি দর্শকরা।

Advertisement

বিশেষ করে শনমুখা প্রিয়ার গান। অন্তত নেটদুনিয়ায় এই প্রতিযোগীর গান নিয়ে নানা মন্তব্য করেন। এই শোয়ের তারকা প্রতিযোগী’ শনমুখা প্রিয়া’র গান নিয়ে বরাবর নিন্দা করে থাকেন। গত শনিবার সহ-প্রতিযোগী অশ্বীন কুলকার্নি-র সঙ্গে জুটি বেঁধে ‘হামকো সুরফ প্যায়ার হ্যায়’ গানটি গেয়েছিলেন এই তারকা স্টার। বিচারকের ভালো লাগলে যা একেবারেই ভালো লাগেনি দর্শকদের। বহু নেট নাগরিক মন্তব্য করেন, এই প্রতিযোগী নাকি দায়িত্ব নিয়ে সব গান নষ্ট করে দেন। দর্শকরা আরো বলেন, এই শোটির টিআরপি বাঁচাতে চাইলে এখনই এই প্রতিযোগীকে এলিমেশন করা হোক।

Advertisement

এবার এই শোয়ের প্রতিযোগীদের এলিমেশন নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা। প্রতিটি প্রতিযোগিতার এক নিয়ম আছে, ভালো মন্দ বিচার করে প্রতিযোগীদের এলিমেশন করে শোয়ের সেরাকে বাছাই করে নেওয়া। তবে এই শো প্রতিটি সপ্তাহের শেষে নতুন বিতর্কে নাম জড়াচ্ছেন। এবারে অপরাধি করা হল এই শোয়ের নির্মাতা ও তিন বিচারকদের। সবসময় এই তিন বিচারক সকল প্রতিযোগীদের গানের শেষে তাঁদের ভুল ত্রুটি না ধরিয়ে বরং প্রত্যেককে প্রশংসা করা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে এই ভাবে এঁরা নতুন কিছু কি করে শিখবে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে সরব হলেন, প্রতিযোগিদের এলিমেশন করা হোক। এই নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হয় নেট দুনিয়া।

Recent Posts