Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় হয়ে গর্ব বোধ করবেন, দীর্ঘ ২১ বছর পর ভারতীয়র মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট, ভাইরাল ভিডিও

আবারো মিস ইউনিভার্সের মুকুট উঠল এক ভারতীয়র মাথায়। ২০০০'এর পর আবার এই বছর, ২০২১'এ ভারত পেল সেরার মুকুট। ২০০০ সালে লারা দত্তের পর আজ ২১ বছর বাদে চণ্ডীগড়ের তরুণী হরনাজ…

Avatar

By

আবারো মিস ইউনিভার্সের মুকুট উঠল এক ভারতীয়র মাথায়। ২০০০’এর পর আবার এই বছর, ২০২১’এ ভারত পেল সেরার মুকুট। ২০০০ সালে লারা দত্তের পর আজ ২১ বছর বাদে চণ্ডীগড়ের তরুণী হরনাজ কৌর সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। এই মুহূর্তে চণ্ডীগড়ের এই তরুণী সমস্ত দেশবাসীকে গর্বিত করেছেন। তাকে অভিনন্দনের সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন ভারতীয়রা।

হরনাজ কৌর সান্ধুর মুকুট জয়ের মুহূর্ত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে, আর সেটাই স্বাভাবিক। এবছর ইসরায়েলে অনুষ্ঠিত হয়েছিল ‘মিস ইউনিভার্স ২০২১’। এবছর মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় বিচারক আসনে ছিলেন ভারতের ঊর্বশী রাউতেলা। মিস ইউনিভার্সের নাম ঘোষণার সময় রীতিমতো আবেগঘন হয়ে পড়েছিলেন ভারতের বলিউড সুন্দরী ঊর্বশী রাউতেলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি যে ছোট্ট ক্লিপিংসটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্টেজের ওপর দুই সুন্দরী একে অপরের হাত ধরে ‘মিস ইউনিভার্স ২০২১’এর শেষ ঘোষণা শোনার জন্য দাঁড়িয়ে আছেন। ‘ইন্ডিয়া’ নামটা শোনার পরেই আনন্দে, উচ্ছাসে কেঁদে ফেলেছিলেন চণ্ডীগড়ের তরুণী। তার এই সাফল্যে বিচারক আসলে থাকা ঊর্বশী রাউতেলা একজন ভারতীয় হিসেবে গর্বে, উচ্ছ্বাসে কেঁদে ফেলেন। এদিন তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গতবছরের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজ।

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত, আবেগপ্রবণ হয়ে পড়াটাই স্বাভাবিক। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই সারা বিশ্বের মানুষের কাছে ভাইরাল হয়েছে। এই মুহূর্তে চণ্ডীগড়ের হরনাজ কৌর সান্ধুর রূপের জাদুতে মোহিত গোটা বিশ্ব।

About Author