১৯৯৪ সালে রিলিজ হওয়া অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত “মহড়া” সিনেমাতে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কন্ঠে ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। “টিপ টিপ বরসা পানি” গানে বৃষ্টির মধ্যে অক্ষয় কুমারের সামনে রবীনা ট্যান্ডনের সাহসী ডান্স নিশ্চয়ই ভুলতে পারেননি আপনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “টিপ টিপ বরসা পানি” গানে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রবীনা ট্যান্ডনের সাহসিকতাকেও পেছনে ফেলবে।
তবে আজকে নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, আজকের দিনে সোশ্যাল মিডিয়া মানে প্রতিভা বিকাশের সেরা মাধ্যম। হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের দিন শেষ করে আজকের দিনে সোশ্যাল মিডিয়া পৌঁছে গেছে প্রত্যেকের হাতের মুঠোয়। স্মার্টফোনের মাধ্যমে বর্তমানে সাধারণ মানুষও নিজের প্রতিভা শেয়ার করছেন ইউটিউব, ইনস্টাগ্রাম সহ একাধিক প্ল্যাটফর্মে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গরম কেকের মতো ভাইরাল হয় ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিওগুলি। যার মাধ্যমে খুব সহজে গ্রামের সাধারন থেকে অতি-সাধারণ যুবতীরাও হয়ে ওঠেন সেলিব্রেটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় এক যুবতীর সাহসী ডান্সের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা বিকিনিতে বলিউডের অন্যতম জনপ্রিয় গান তথা “টিপ টিপ বরসা পানি”-তে বোল্ড পারফরম্যান্স করেছেন ওই যুবতী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এই সময় তার শরীরের বেশিরভাগ অংশ উন্মুক্ত রয়েছে। বিশেষ করে এই যুবতীর উন্মুক্ত পেট এবং কার্ভি ফিগার দেখে প্রেমে পড়তে শুরু করেছে নেটিজেনদের একাংশ। এছাড়া খোলা চুলে নেটিজেনদের পাগল করে তুলেছেন রাই। ভিডিওটির কমেন্ট বক্সে নাচের প্রশংসার পাশাপাশি ওই যুবতীর হট ফিগারের প্রশংসা করেছেন অনেকেই। হাতে সময় থাকলে নিচে দেওয়া লিংকে গিয়ে এক্ষুনি দেখে নিন সাহসিকতায় ভরপুর এই ভিডিওটি-