আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং রঙিন আলোর ছোঁয়াতে নিজেদের জীবন উজ্জ্বল করে তুলছেন অনেকেই। তবে সংবাদ শিরোনামে স্থান পাওয়ার জন্য আজকের দিনে বেশিরভাগ মেয়েরা সাহসের সর্বোচ্চ সীমানা অতিক্রম করছেন। যা অনেক সময় সমালোচনা পরিণত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আজকের দিনও একটি কয়েক সেকেন্ডের ভিডিও উঠে এসেছে সংবাদ শিরোনামে। যেখানে এক ২৫ উর্ধ্ব মেয়ের সাহসিকতা দেখে ঘামতে শুরু করেছেন নেটিজেনরা।
ভিডিওটি প্রসঙ্গে বলার আগে আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক শর্ট ভিডিও। যার বেশিরভাগই রয়েছে ভারতীয় যুবতীদের সাহসী পারফরম্যান্স। আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিনিয়ত একাধিক ভিডিও ভাইরাল হলেও ভারতীয় যুবতীদের হট ডান্সের ভিডিও ভাইরাল হয় চোখের পলকে। বিশেষ করে সংক্ষিপ্ত ড্রেসে লাবণ্যময়ীদের উষ্ণতম পারফরমেন্স গুলি একাধিকবার উপভোগ করেন নেটিজেনরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১৯৯৪ সালে রিলিজ হওয়া অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত “মহড়া” সিনেমাতে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কন্ঠে ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। “টিপ টিপ বরসা পানি” গানে বৃষ্টির মধ্যে অক্ষয় কুমারের সামনে রবীনা ট্যান্ডনের সাহসী ডান্স নিশ্চয়ই ভুলতে পারেননি আপনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “টিপ টিপ বরসা পানি” গানে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রবীনা ট্যান্ডনের সাহসিকতাকেও পেছনে ফেলতে দেখা যাচ্ছে এক তরুণীকে।
বলিউডের জনপ্রিয় গান “টিপ টিপ বর্ষা পানি”- তে নিঃসন্দেহে আপনারা একাধিক পারফরমেন্স উপভোগ করেছেন। তবে ‘Neelu maurya official’ নামের ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, সেই ভিডিওটি দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। লাল শাড়িতে উন্মুক্ত শরীর দেখিয়ে ওই যুবতী পাগল করে তুলেছে নেটিজেনদের। যুবতীর সাহসী পারফরমেন্স দেখে যেন যৌবন ফিরে পেতে শুরু করেছেন বৃদ্ধরাও। জানলে অবাক হবেন, যুবতীর সাহসী ডান্স ইতিমধ্যে ৪ লাখের বেশি মানুষ উপভোগ করেছে।