সৌরভের পাশাপাশি মারাদোনার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি টুইট করেছেন, “ফুটবল এবং ক্রীড়াবিশ্ব তার অন্যতম একটি ক্রীড়াবিদকে আজ চিরতরে হারিয়ে ফেলল। তিনি কিংবদন্তিকে খুবই মিস করবেন। রেস্ট ইন পিস দিএগো মারাদোনা।”My hero no more ..my mad genius rest in peace ..I watched football for you.. pic.twitter.com/JhqFffD2vr
— Sourav Ganguly (@SGanguly99) November 25, 2020
মারাদোনার মৃত্যুটা ঠিক মেনে নিতে পারেনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি টুইট করে লিখেছেন, “আজকের দিনটা ক্রীড়া ইতিহাসের একটা অন্যতম দুঃখজনক দিন হয়ে রয়ে গেল। তার মৃত্যুটা ঠিক মেনে নেওয়া যায় না।” তিনি মারাদোনার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।Football and the world of sports has lost one of its greatest players today.
— Sachin Tendulkar (@sachin_rt) November 25, 2020
Rest in Peace Diego Maradona!
You shall be missed. pic.twitter.com/QxhuROZ5a5
অন্যদিকে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ ট্যুইট করে জানিয়েছেন, “বিশ্ব তার সর্বকালের সেরা ফুটবলারকে হারালো নিঃসন্দেহে। মারাদোনার মৃত্যুসংবাদ শুনে তিনি শোকস্তব্ধ।” সেওয়াগ মারাদোনার পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।One of the greatest icons of the game Diego Maradona passes away, a very sad day for World sports. Condolences to his family, friends and well-wishers. pic.twitter.com/JGFtQJ0vDu
— VVS Laxman (@VVSLaxman281) November 25, 2020
অন্যদিকে তার ছোটবেলার নায়কের আকস্মিক মৃত্যুর খবর শুনে শোকাহত ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তিনি ট্যুইট করে জানিয়েছেন, খুব বড় ক্ষতি হয়ে গেল ক্রীড়াজগতের। আমাদের ছোটবেলার নায়ক চলে গেলেন। মারাদোনা তুমি আমাদের হৃদয়ে ও স্মৃতিতে আমরণ থেকে যাবে।Arguably one of the greatest sportsman of all time. Saddened to hear about the passing away of the great Diego Maradona.
— Virrender Sehwag (@virendersehwag) November 25, 2020
My heartfelt condolences to his family. pic.twitter.com/L7ewMHOnnJ
Big big loss! Our childhood star who gave us so many memories to cherish & celebrate. Saddened to hear about the demise of The legend #diegomaradona. You will live on in hearts & memories. pic.twitter.com/hyHbdSKqqi
— Suresh Raina🇮🇳 (@ImRaina) November 25, 2020