Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জুনে বড় পরিবর্তন! সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রাতেও চালু থাকবে লেনদেন? জেনে নিন

ভারতে বড়সড় পরিবর্তনের পথে ব্যাঙ্ক পরিষেবা। জুন ২০২৫ থেকে দেশের সমস্ত ব্যাঙ্কে সপ্তাহে মাত্র পাঁচদিন কাজ হবে—শনিবার এবং রবিবার পুরোপুরি ছুটি থাকবে। বহুদিনের দাবি ছিল ব্যাঙ্ককর্মীদের দুই দিনের সাপ্তাহিক ছুটির…

Avatar

ভারতে বড়সড় পরিবর্তনের পথে ব্যাঙ্ক পরিষেবা। জুন ২০২৫ থেকে দেশের সমস্ত ব্যাঙ্কে সপ্তাহে মাত্র পাঁচদিন কাজ হবে—শনিবার এবং রবিবার পুরোপুরি ছুটি থাকবে। বহুদিনের দাবি ছিল ব্যাঙ্ককর্মীদের দুই দিনের সাপ্তাহিক ছুটির জন্য, অবশেষে কেন্দ্র সরকারের সিলমোহর পড়ল সেই দাবিতে। বদলে যেতে চলেছে দেশের আর্থিক লেনদেনের সময়সূচিও।

বর্তমানে দেশের ব্যাঙ্কগুলি রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। কিন্তু জুন মাস থেকে প্রতিটি শনিবারেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে প্রতি সপ্তাহে টানা দু’দিন ছুটি পাবে কর্মীরা। সরকারি সূত্রে জানানো হয়েছে, এর ফলে ব্যাঙ্ক পরিষেবার মান বজায় রাখতে নতুন সময়সূচি চালু করা হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কী কী বদল আসতে চলেছে ব্যাঙ্ক পরিষেবায়?

১. ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজ—সোমবার থেকে শুক্রবার
২. শনিবার ও রবিবার ব্যাঙ্ক সম্পূর্ণ বন্ধ থাকবে
৩. কাজের ঘণ্টা বাড়ানো হতে পারে সপ্তাহের পাঁচটি দিনে
৪. সকাল-সন্ধ্যা দুই শিফটে কাজ চালু হতে পারে
৫. সন্ধ্যাবেলায় লেনদেনের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে

এই পরিবর্তনের ফলে অনেক গ্রাহক হয়তো উদ্বিগ্ন হবেন, কারণ আগে প্রতি সপ্তাহে অন্তত একদিন শনিবার ব্যাঙ্ক খোলা থাকত। তবে জানানো হয়েছে, অফিস টাইম বাড়িয়ে এবং সন্ধ্যার দিকেও পরিষেবা চালু করে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করার ভাবনা নেওয়া হয়েছে।

বিশেষত যাঁরা চাকুরিজীবী, তাঁদের অনেক সময়েই ব্যাঙ্ক যাওয়ার সুযোগ হয় না অফিস আওয়ারে। তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ভাবছে, ভবিষ্যতে এমন ব্যবস্থা চালু করা যেতে পারে যাতে রাতে বা সন্ধ্যায়ও লেনদেন সম্ভব হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর:

১. ব্যাঙ্ক কখন থেকে সপ্তাহে পাঁচদিন কাজ করবে?
→ জুন ২০২৫-এর প্রথম সপ্তাহ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

২. এখন কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকে?
→ বর্তমানে রবিবার এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক।

৩. ব্যাঙ্ক বন্ধ থাকলেও কি সন্ধ্যায় লেনদেন সম্ভব হবে?
→ এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সন্ধ্যাবেলায় পরিষেবা চালুর ভাবনা রয়েছে।

৪. ব্যাঙ্ক কর্মীদের জন্য নতুন সময়সূচি কেমন হবে?
→ কাজের সময় বাড়ানো হতে পারে। সম্ভবত সকাল-সন্ধ্যা দুই শিফটে কাজ চলবে।

৫. এই নতুন নিয়মে গ্রাহকদের কোনও সমস্যা হবে কি?
→ কর্তৃপক্ষের দাবি, সময় বদল হলেও পরিষেবার মান কমবে না, বরং আরও উন্নত হবে।

সর্বশেষ, এই নতুন পরিবর্তন ব্যাঙ্কিং ব্যবস্থায় বড়সড় সংস্কার হিসাবে দেখা হচ্ছে। কর্মীদের জন্য বাড়তি ছুটির সুযোগ যেমন তৈরি হচ্ছে, তেমনই গ্রাহকদের জন্যও সুবিধা বাড়ানোর রাস্তায় ভাবনা চলছে। সব মিলিয়ে, জুন থেকে ব্যাঙ্ক পরিষেবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

About Author