Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Working Days: সপ্তাহে ৫ দিন কাজ, শনি রবি ব্যাংক বন্ধ, কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম?

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাংক কর্মচারী ইউনিয়ন গুলির মধ্যে ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে একটি নতুন চুক্তি। এই চুক্তির ফলে এবার থেকে ব্যাংক কর্মীরা ৫ দিনের কার্যদিবস এবং ২ দিনের সাপ্তাহিক ছুটি…

Avatar

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাংক কর্মচারী ইউনিয়ন গুলির মধ্যে ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে একটি নতুন চুক্তি। এই চুক্তির ফলে এবার থেকে ব্যাংক কর্মীরা ৫ দিনের কার্যদিবস এবং ২ দিনের সাপ্তাহিক ছুটি পেতে চলেছেন। এবার শুধু কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই, ব্যাংকের কর্মীরা সপ্তাহে দুদিন করে ছুটি পেয়ে যাবেন। চুক্তির পরে ব্যাংক কর্মীরা আশায় বুক বেঁধেছেন, যে তারাও এবারে অন্যান্য সেক্টরের কর্মীদের মত সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন। কিছু ব্যাংক কর্মচারী ইউনিয়ন যেমন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বহুদিন ধরে সপ্তাহে পাঁচ দিন কাজ আর শনি রবি ছুটি দেওয়ার দাবি জানিয়ে আসছে। পাশাপাশি আশ্বস্ত করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে ব্যাংকের গ্রাহক পরিষেবার সময় কখনো হ্রাস পাবে না।

ব্যাংক কর্মীদের সপ্তাহে পাঁচ দিন কাজ প্রসঙ্গে ২০২৩ সালে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাংক ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিতে লেখা ছিল পাঁচ দিনের জন্য সপ্তাহে কাজ করবেন ব্যাংকের কর্মীরা। পাশাপাশি প্রতি সপ্তাহে শনি এবং রবিবার সাপ্তাহিক ছুটি পাবেন তারা। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরে এই নতুন চুক্তি সঠিক ভাবে কার্যকর হতে পারবে। ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ২০২৪ সালের ৮ মার্চ তারিখে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাংক ইউনিয়ন একত্রিতভাবে একটি প্রস্তাব স্বাক্ষর করে। সেই প্রস্তাবে একইভাবে পাঁচ দিন কাজের কথা উল্লেখ করা হয়। যদিও এটি এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংকের বিচারাধীন রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এসবিআই স্টাফ এসোসিয়েশনের প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় বলছেন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পাশাপাশি কোন আনুষ্ঠানিক সময়সীমা ঘোষনা করা হয়নি এই মর্মে। তবে এই বছরের শেষের দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি আশা করছে ব্যাংকের কর্মীরা। চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার পর নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ২৫ নম্বর ধারা অনুযায়ী শনিবার তারিখটি ছুটির স্বীকৃতি পেতে পারে। এখনো পর্যন্ত ডিরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসের সিদ্ধান্ত কিন্তু প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের এই দপ্তরের সিদ্ধান্ত জানা না গেলে পুরোপুরি ভাবে বলা যাবে না, কবে থেকে ব্যাংকের কর্মীরা ৫ দিন কর্মদিবস এবং ২ দিন সাপ্তাহিক ছুটি পাবেন।

About Author