দেশনিউজ

উদ্ধার ৫২ কেজি বিস্ফোরক, জঙ্গি হামলার ছক নষ্ট করল সেনা

Advertisement
Advertisement

সেনার তৎপরতায় আরো একবার বানচাল হলো বড় নাশকতার ছক। পুলওয়ামা কাণ্ডের মতো বড় নাশকতার ছিলো বলে সেনা সূত্রের খবর। সেখান থেকে মোট ৫২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাওকে গ্রেফতার করা না হলেও, ইতিমধ্যেই গোটা এলাকার তল্লাশি চালাচ্ছে সেনা ও সিআরপিএফ।  আজ সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছিল সেনাদের। তবে গোপন সূত্র থেকেই খবর পেয়েছিল সেনারা। আর এখন এই এলাকায় আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে

Advertisement
Advertisement

কাশ্মীরের গডিকালের করেবা এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে ৪১৬টি প্যাকেটে বিস্ফোরক। পর পর দুটি ট্যাঙ্ক থেকে মোট ৫২ কেজি সুপার ৯০ ও এস ৯০ বিস্ফোরক উদ্ধার হয়েছে, এছাড়া ৫০টির মতো জিলেটিন স্টিক ও ডেটোনেটরও উদ্ধার হয়েছে।

Advertisement

যে এলাকা থেকে এত বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি রাষ্ট্রীয় রাজমার্গ থেকে বেশি দূরে নয়। প্রসঙ্গত, ৩৭০ ধারা বিলোপের পর জঙ্গিদের হাতে জঙ্গি সংগঠনের তরফে নেতা এবং মন্ত্রীদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে নির্দেশ না মানলে কঠিন শাস্তিও ভোগ করতে হতে পারে।

Advertisement
Advertisement

কিছু দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০১৯ সালের ৫ অগস্ট কাশ্মীরে সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫এ বাতিল ঘোষণা করেন। আর এরপরেই শুরু হয় নানা সমস্যা। ঝামেলা অশান্তির ঠেলায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও তা লাভজনকই হয়েছে বলে মত।  কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে কাশ্মীরিদের সমস্যা হয়েছিল ঠিকই কিন্তু তাও আগের থেকে অনেক কমেছে ঝামেলা।

Advertisement

Related Articles

Back to top button