Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাদাখ থেকে চিনকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

লাদাখ: এই মুহূর্তে লাদাখ সফরে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে। লাদাখে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেখানকার পরিস্থিতি দেখতে গিয়ে লাদাখ থেকে চিনকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন, যে কোনও…

Avatar

লাদাখ: এই মুহূর্তে লাদাখ সফরে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে। লাদাখে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেখানকার পরিস্থিতি দেখতে গিয়ে লাদাখ থেকে চিনকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন, যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় সেনা তৈরি।করোনা আবহের মধ্যে ভারত-চীন সীমান্তে চিনা আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে লাদাখে উত্তেজনা অব্যাহত। এমন পরিস্থিতিতে চারদিনের মায়ানমার সফর বাতিল করে লাদাখ সফরে গিয়েছেন সেনাপ্রধান নারাভানে। সেখানে গিয়েই কার্যত চিনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘লাদাখের পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক। শুধু লাদাখ নয়, করোনা পরিস্থিতির জন্য দেশের অবস্থাও খারাপ। এমন পরিস্থিতি হলেও কেউ হামলা করতে এলেই আমরা যে রেয়াত করব না তা জেনে রাখা দরকার। যতই লাদাখের পরিস্থিতি গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক হোক না কেন, যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা প্রস্তুত।’ এভাবেই চিনকে হুঁশিয়ারি দেন সেনাপ্রধান।প্রসঙ্গত, গত ২৯ ও ৩০  আগস্ট লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে প্রবেশের চেষ্টা করে চিনা বাহিনী। যদিও ভারতীয় সেনাদের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে বুধবার মায়ানমার সফর বাতিল করে বৃহস্পতিবার দুদিনের জন্য লাদাখ সফরে যান সেনাপ্রধান। সেখানে কমান্ডারদের সঙ্গে বৈঠক করার পর চিনের উদ্দেশ্যে এভাবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও সেনাপ্রধানের হুঁশিয়ারি পর চিনা সেনার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
About Author