Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরোনো নিয়ম বদল, প্রয়োজনে চীনের বিরুদ্ধে গোলাগুলি ছুঁড়বে ভারতীয় সেনা

ইন্দো-চীন সংঘাত নিয়ে জোর জল্পনা চলছে এশিয়া মহাদেশ তথা সারা বিশ্ব জুড়ে। ক্রমেই সীমান্তে উত্তেজনা বাড়ছে। কিন্তু এতদিন পর্যন্ত দুই দেশের কেউই একে অপরের বিরুদ্ধে গোলাগুলি ছোঁড়েনি। তবে এবার সেই…

Avatar

ইন্দো-চীন সংঘাত নিয়ে জোর জল্পনা চলছে এশিয়া মহাদেশ তথা সারা বিশ্ব জুড়ে। ক্রমেই সীমান্তে উত্তেজনা বাড়ছে। কিন্তু এতদিন পর্যন্ত দুই দেশের কেউই একে অপরের বিরুদ্ধে গোলাগুলি ছোঁড়েনি। তবে এবার সেই পুরানো নিয়মের পরিবর্তন করল ভারতীয় সেনা। লাদাখ সংঘর্ষের পরই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এ কোনোরকম অস্বাভাবিক পরিস্থিতিতে গোলাগুলি ছোঁড়ার জন্য সেনাবাহিনীর তরফ থেকে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সেদিন সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়েছেন যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে ভারতীয় সেনা। সেনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

ভারতীয় সেনার এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম। ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন চীনের সরকারি মুখপাত্র সিনজিং। তিনি টুইট করে বলেন যে যদি এই খবর সত্যি হয়, তাহলে ভারতকে এর জন্য কড়া মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, ১৯৯৫ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এর আগে -র দুইদিকে ২ কিমির মধ্যে গুলি ছোঁড়েনি দুই দেশ। কিন্তু এবার ১৫ জুনের ঘটনার পর ভারত এই চুক্তি প্রয়োজনে পরিবর্তন করতে পারে। আর এবার ভারতীয় সেনা প্রয়োজনে গোলাগুলি ছুঁড়তে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, ইন্দো-চীন সংঘর্ষে ভারতের ২০ জন সেনা শহীদ হয়েছেন। আর চীনের ৪৩ জন সেনা মারা গেছেন। যদিও চীন এ ব্যাপারে কিছু বলেনি। এদিকে চীন যদি যুদ্দ করে তাঁর জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্রসস্ত্র কিনতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে ভারত।

About Author