Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দেবে ভারত : রাজনাথ

ভারতের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ফলে সন্ত্রাসবাদের আড়ালে ছায়াযুদ্ধে নেমেছে তারা। তবে এতে বিশেষ লাভ করতে পারবে না। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিয়েও কোন লাভ হবে না…

Avatar

ভারতের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ফলে সন্ত্রাসবাদের আড়ালে ছায়াযুদ্ধে নেমেছে তারা। তবে এতে বিশেষ লাভ করতে পারবে না। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিয়েও কোন লাভ হবে না পাকিস্তানের। বরং আন্তর্জাতিক মঞ্চে বারবার পাকিস্তানের মুখোশ খুলে দেবে ভারত। এমনটাই জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।শনিবার পুনেতে জাতীয় প্রতিরক্ষা একাডেমির উদ্বোধনে গিয়ে রাজনাথ সিং বলেন, ‘ওরা হারবেই।’ বিশ্ব দরবারে ওদের মুখোশ খুলে গেছে বলেও জানান তিনি। পাক মদতে ভারতে ঘটে চলা প্রতিটি সন্ত্রাসবাদী কার্যকলাপের পরে পাকিস্থানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চেও কোনঠাসা করেছে পাকিস্থানকে। এর কৃতিত্ব সম্পূর্ণ প্রধানমন্ত্রীর। এমনই জানিয়েছেন রাজনাথ। এরজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের দেশের সেনারা সদা প্রস্তুত বলেও জানান তিনি। এর জন্য ভারতের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়ার কৃতিত্ব সম্পূর্ণ আমাদের সেনাবাহিনীর। এর জন্য সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’
About Author