Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাফালের থেকেও শক্তিশালী যুদ্ধবিমান তৈরি হতে চলেছে ভারতে

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যে রাফালের সংযুক্তিকরণ ঘটেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অন্দরে। এর ফলে ভারতীয় সেনাদের শক্তি আরও অনেক আঁটোসাঁটো হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এবার রাফালে থেকেও…

Avatar

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যে রাফালের সংযুক্তিকরণ ঘটেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অন্দরে। এর ফলে ভারতীয় সেনাদের শক্তি আরও অনেক আঁটোসাঁটো হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এবার রাফালে থেকেও বেশি শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করার পথে ভারত। আর এই যুদ্ধবিমানটি অন্য কোনও দেশে নয়, তৈরি হবে এ দেশের মাটিতেই। তিন বছর ধরে পড়ে থাকা এই প্রকল্পকে তড়িঘড়ি বাস্তবায়ন করার পথে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

জানা গিয়েছে, ফ্রান্স থেকে যেসব রাফাল যুদ্ধবিমান এসেছে, তা চতুর্থ প্রজন্মের। আর ভারতে তৈরি এই যুদ্ধবিমানটি হবে পঞ্চম প্রজন্মের। তবে এই ফাইটার জেট বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একই সারিতে বসতে ভারতের এখনও সময় লাগবে প্রায় ন’বছর। জানা গিয়েছে, 2029 সালে এই ফাইটার জেট প্লেন তৈরি করে ফেলবে ভারত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমে এই যুদ্ধ বিমান তৈরি করার জন্য রাশিয়ার সাহায্য নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রতিরক্ষামন্ত্রক সিদ্ধান্ত নেয় যে, এই যুদ্ধবিমান ভারতে তৈরি করা হবে। এমনকি এর ডিজাইন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ডিজাইন তৈরি করেছে এরোনোটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং এয়ারক্রাফট রিসার্চ এন্ড ডিজাইন সেন্টার। ভারতের হয়ে এই বিমানটি তৈরি করবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড।

About Author