ঝাড়খণ্ড : পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে উপনির্বাচনে ধরাশয়ী হওয়ার কারণ হিসেবে এনআরসি-কে যতই দায়ী করুক রাজ্য বিজেপি, সারা দেশে অনুপ্রবেশকারীদের তাড়ানোই যে মূল লক্ষ্য তা আরও একবার স্পষ্ট করে দিলেন অমিত শাহ। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বহড়াগোড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে একথাই জানালেন তিনি।
এদিনের সভা থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিসের স্বার্থে এনআরসি-র বিরোধিতা করছেন রাহুল গান্ধী, এই প্রশ্ন তোলেন তিনি। এদিনের সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ‘ঝাড়খণ্ড সহ সারা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের তাড়ানো দরকার। এরজন্য এনআরসি প্রয়োজন।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাহুল গান্ধীকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, ‘রাহুল যা বলছে বলতে দিন। আমাদের লক্ষ্য ২০২৪-এর মধ্যে সমস্ত অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে দেশ থেকে বের করা। আপনাদের জানিয়ে যাচ্ছি, সেটা আমরা করবোই।’ এর সঙ্গেই তিনি জানান, কোন বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে এনআরসি করছে না কেন্দ্র, শুধুমাত্র অনুপ্রবেশকারীদের তাড়ানোই লক্ষ্য কেন্দ্রের।
বহড়াগোড়ার সভা অমিত শাহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এদিন।