Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর আমদানি নয়, বিশ্ব বাজার অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ করবে ভারত : প্রধানমন্ত্রী

আর আমদানির উপর নির্ভর করে বসে থাকতে হবে না দেশকে। 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ভারতের মাটিতেই তৈরী হবে বিভিন্ন শক্তিশালী প্রতিরক্ষা যান। আর তা শুধু দেশের কাজেই ব্যবহার হবে এমনটা…

Avatar

আর আমদানির উপর নির্ভর করে বসে থাকতে হবে না দেশকে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতের মাটিতেই তৈরী হবে বিভিন্ন শক্তিশালী প্রতিরক্ষা যান। আর তা শুধু দেশের কাজেই ব্যবহার হবে এমনটা নয়, প্রয়োজনে তার রফতানিও করা হবে। উত্তরপ্রদেশের লক্ষ্মৌতে একাদশ প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনে এসে এমনটাই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির মাধ্যমে দেশের অর্থ ভান্ডারকে সমৃদ্ধশালী করে তোলায় এখন একমাত্র লক্ষ্য। এই ৫ বছরে ৩৫ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির লক্ষ্যমাত্রা স্থির করে দেন তিনি। এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোগপতিদের আহ্বান জানান তিনি। উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে দুটি সরকারি হাব বানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই কাজে দেশের অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন অস্ত্র প্রস্তুতকারী সংস্থাকে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০: ‘আমরা উন্নয়ন চাই, বিজেপি বিভেদ চায়’: দিল্লির মুখ্যমন্ত্রী

ভারতে প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুত করে লাভজনক ব্যবসা করা যেতে সেই বার্তা বিশ্ববাজারে তুলে ধরেন তিনি। বিগত কয়েক বছরে প্রতিরক্ষা সামগ্রীর রফতানির খতিয়ান তুলে ধরেন তিনি। ২০১৪ সালে ২০০০ কোটি টাকা থেকে বেড়ে গত দু বছরে ১৭০০০ কোটি প্রতিরক্ষা সামগ্রী রফতানি হয়েছে বলে জানান তিনি। আগামী ৫ বছরে এই রফতানির লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা করার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

About Author