Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চালকের আসনে ভারত!

সুরজিৎ দাস: টেস্ট চ্যাম্পিয়নশীপের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের ইন্ডিজের প্রথম ইনিংসের শেষে ৭৫ রানে এগিয়ে ভারত। ভারতের ২৯৭ রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে শুরুটা কিছুটা ভালো করলেও এরপর নিয়মিত হারে…

Avatar

সুরজিৎ দাস: টেস্ট চ্যাম্পিয়নশীপের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের ইন্ডিজের প্রথম ইনিংসের শেষে ৭৫ রানে এগিয়ে ভারত। ভারতের ২৯৭ রানের লক্ষ্যমাত্রা চেস করতে নেমে শুরুটা কিছুটা ভালো করলেও এরপর নিয়মিত হারে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেস ৪৮ জেসন হোল্ডার ৩৯ শিমরন হিটমায়ার ৩৫ সায় হোপ ২৪ রানের ইনিংস ছাড়া তেমন একটা বড়ো রান করতে পারেন নি কেউই। এদিন বোল হাতে মাঠে জ্বলন্ত বোলিনং করে ভারতীয় বোলিং বিভাগ হয়তো এই কারণেই ভারতীয় বোলিং কোচের পদে বহাল করা হয়েছিলো ভরত অরুণ কে। এদিন বল হাতে ঝকঝকে ভারতীয় পেস বোলিং অ্যাটাক ইশান্ত শর্মা একাই নেন ৫ উইকেট।

অপরদিকে মহম্মদ শামির ঝুলিতে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট ও বুমরাহ এর ঝুলি তে ১ টি উইকেট স্পিনার দের মধ্যে রবীন্দ্র জাদেজা নেন ২ টি উইকেট সব মিলিয়ে ভারতীয় বোলিং লাইন আপ আজ আবার নিজেদের পুরোনো ফর্মে ফিরেছে সেটা ধরে নেওয়াই যায়। মূলত ইশান শর্মার দাপটেই বড়ো ইনিংস খেলার থেকে ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রা ভয়ঙ্কর হয়ে ওঠা রস্টন চেস কেও এদিন ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। অপরদিকে শেষের দিকে একটি ভালো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ কে কিছুটা হলেও লড়াইতে রাখলেন জেসন হোল্ডার এদিন তার লড়াকু ৩৯ রানের ইনিংসের উপর ভর করে ২২২ রানে পৌঁছাতে সক্ষম হয় ক্যারিবিয়ান বাহিনী। সব মিলিয়ে দুই ইনিংস শেষে চালকের আসনে ভারত এবার যদি তৃতীয় দিনের শেষে ভারতীয় ব্যাটসম্যানরা বড়ো রান বোর্ডে তুলে দিতে পারেন তাহলে কার্যত ম্যাচ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author