খেলাক্রিকেট

IND vs WI: ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, ৭ মাস পর জায়গা পেলেন এই তারকা খেলোয়াড়

আগামী ২২শে জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের প্রথম ম্যাচের বল মাটিতে গড়াতে চলেছে। এই সিরিজকে লক্ষ্য রেখে প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

Advertisement
Advertisement

চলতি মাসের শেষ লগ্নে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড সফর শেষে শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। এর জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন দুর্দান্ত ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা। আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ উপলক্ষে আজ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে দেখা গেছে কিংবদন্তি তারকা অলরাউন্ডারকে।

Advertisement
Advertisement

আগামী ২২শে জুলাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের প্রথম ম্যাচের বল মাটিতে গড়াতে চলেছে। এই সিরিজকে লক্ষ্য রেখে প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অভিজ্ঞ অলরাউন্ডার বাংলাদেশের বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ ছিলেন না, তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) নির্বাচন প্যানেল তাকে ভারতের বিপক্ষে সিরিজের জন্য ফেরত ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

এই নিয়ে দীর্ঘ সাত মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন হোল্ডার। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজে রীতিমতো হতাশা জনক পারফরম্যান্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও দলের নেতৃত্ব দেওয়া হয়েছে নিকোলাস পুরানের কাঁধে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ০-৩ ব্যবধানে পরাজিত করলেও সিরিজের শেষ ওয়ানডেতে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ নিকোলাস পুরানের ডেপুটি করা হয়েছে শাই হোপকে।

Advertisement
Advertisement

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শেমার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, রোভম্যান পাওয়েল, জাডেন সিলস।

Advertisement

Related Articles

Back to top button