খেলাক্রিকেট

IND vs PAK: বৃষ্টিতে কি ভেসে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? সর্বশেষ আপডেট দিল আবহাওয়া দপ্তর

স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, আজ থেকে গুজরাটের বিভিন্ন অংশে শুরু হবে নিম্নচাপ।

Advertisement
Advertisement

আর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ অর্থাৎ ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। ক্রিকেট বিশেষজ্ঞরা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভারত-পাকিস্তান মহাযুদ্ধই হতে চলেছে চলতি বিশ্বকাপের ফাইনাল। আমরা আপনাদের বলে রাখি, আজ দুপুর ২টায় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২২ গজের মহারণে নামবে বিরাট কোহলিরা।

Advertisement
Advertisement

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ইতিমধ্যে ভারতীয় দলের ওপেনিং জুটির সমস্যার সমাপ্তি ঘটেছে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ভারতের তারকা ব্যাটসম্যান শুভমান গিল জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার উদ্দেশ্যে গতকাল জমিয়ে অনুশীলন করেছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য ৯৯ শতাংশ ফিট শুভমান গিল। উল্লেখ্য, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিলের রেকর্ড দেখেই জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

Advertisement

তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তার কালো মেঘ ছেয়ে গেছে গোটা বিশ্বে। কারণ, স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, আজ থেকে গুজরাটের বিভিন্ন অংশে শুরু হবে নিম্নচাপ। যার ফলে আদৌ ভারত-পাকিস্তান ম্যাচ মাটিতে গড়ানো সম্ভব কিনা, তা নিয়ে তৈরি হয়েছে, ঘোর দন্দ্ব। পিটিআই সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বল্প পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাটে। তবে আবহাওয়া থাকবে আর্দ্র। বিকালের দিকে জোরালো রোদ দেখা যাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button