Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৃষ্টির জন্য মাঝপথেই থমকে গেল চতুর্থ দিনের খেলা, ভারতের জিততে দরকার ৩২৪

ব্রিসবেন: বৃষ্টিই যত নষ্টের গোড়া। আজ, সোমবার(Monday) সারাদিনে মোট দু'বার বৃষ্টি খেলার আমেজটাকেই একেবারে শেষ করে দিল। এমনকী, বরুণদেবের আশীর্বাদে কিছুটা তাড়াতাড়িই শেষ করতে হল আজকের খেলা। অস্ট্রেলিয়াকে (Australia) ২৯৪…

Avatar

ব্রিসবেন: বৃষ্টিই যত নষ্টের গোড়া। আজ, সোমবার(Monday) সারাদিনে মোট দু’বার বৃষ্টি খেলার আমেজটাকেই একেবারে শেষ করে দিল। এমনকী, বরুণদেবের আশীর্বাদে কিছুটা তাড়াতাড়িই শেষ করতে হল আজকের খেলা। অস্ট্রেলিয়াকে (Australia) ২৯৪ রানে অলআউট করার পর, আজ ভারত (India) আর বেশিক্ষণ ব্যাট করতে পারেনি। ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Subhman Gil)। আগামিকাল, মঙ্গলবার (Tuesday) সকালে তাঁরা নতুন করে শুরু করতে পারবেন। আজ ভারতের এই দুই ব্যাটসম্যান মাত্র ১.৫ ওভার খেলার সুযোগ পেয়েছেন। ভারতকে এই ম্যাচ জিততে হলে আগামিকাল তাদের ৩২৪ রান করতে হবে।

ক্রিজ়ে আপাতত অপরাজিত রয়েছেন রোহিত শর্মা (৪) এবং শুভমান গিল (০)। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে আগামীকাল ১০ উইকেটই ফেলতে হবে। আজ দিনের শুরুটা বেশ ভালোই করেছিল অস্ট্রেলিয়া। তারা ২৯৪ রান করে অলআউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের জন্য ৩২৮ রানের লক্ষ্যমাত্রা রাখে তারা। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ একটি হাফসেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। তিনি আজ ৭৪ বলে ৫৫ রান করেছেন। তাঁর উইকেটটি শিকার করেছেন মহম্মদ সিরাজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ্টির জন্য মাঝপথেই থমকে গেল চতুর্থ দিনের খেলা, ভারতের জিততে দরকার ৩২৪

আজ কার্যত আগুনঝরা গতিতে বোলিং করলেন মহম্মদ সিরাজ। এই টেস্ট দলে খেলার স্বপ্ন নিয়েই বাবার মৃত্যুর পর বাড়ি ফেরেননি হায়দরাবাদের তরুণ বোলারটি। তিনি টেস্ট ক্রিকেটে এই প্রথমবার আজ একটি ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন। আশা করা যেতেই পারে, এতদিনে বোধহয় তাঁরা বাবার আত্মা শান্তি পেল।

এছাড়া চার উইকেট শিকার করেছেন শার্দূল ঠাকুর। অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট আগামীকাল কেমন পারফর্ম করে এবং ভারতের ব্যাটিং ব্রিগেডের উপরে চাপ তৈরি করতে পারে, সেইদিকেই আপাতত সকলের নজর থাকবে। ভারতের দিক থেকে বিচার করতে গেলে, এই ম্যাচটা যদি তারা ড্র করতে পারে, তাহলে বর্ডার-গাভাসকার ট্রফি তাদের কাছেই থাকবে। আপাতত এই সিরিজ়ে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে ভারত যে এই সিরিজ়টা জয় করতেই চাইবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

About Author