Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোহালিতে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতের এই শক্তিশালী একাদশ – IND vs AUS

আসন্ন ওডিআই বিশ্বকাপের পূর্বে এটাই ভারতের শেষ প্রস্তুতি সিরিজ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২২শে সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ২২শে সেপ্টেম্বর…

Avatar

আসন্ন ওডিআই বিশ্বকাপের পূর্বে এটাই ভারতের শেষ প্রস্তুতি সিরিজ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২২শে সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ২২শে সেপ্টেম্বর কে এল রাহুলের নেতৃত্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। খেলাটি মোহালি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুপুর ১:৩০ টা থেকে।

ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ উপলক্ষে শক্তিশালী দুটি স্কোয়াড ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে প্রথম দুই ম্যাচে কে এল রাহুলকে অধিনায়ক করে সহ অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। পাশাপাশি প্রথম দুটি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, শর্মা বিরাট কোহলি সহ হার্দিক পান্ডিয়াকে। যদিও সিরিজের শেষ ম্যাচে দলে প্রত্যাবর্তন করবেন এই তিন তারকা ক্রিকেটার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেখে নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে কেমন হতে চলেছে ভারতের শক্তিশালী একাদশ-

বিগত দিনের পারফরমেন্স এবং ধারাবাহিকতার উপর ভিত্তি করে নিঃসন্দেহে ওপেনিং করবেন ভারতের দুই তরুণ ক্রিকেটার শুভমান গিল এবং ঈশান কিষাণ। দুজনেই প্রথম পাওয়ার প্লে-তে অসম্ভব গতিতে রান তুলতে বেশ পারদর্শী। তৃতীয় এবং চতুর্থ স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার এবং অধিনায়ক কে এল রাহুল। এছাড়া পঞ্চম স্থানে মাঠে নামবেন ভারতের বিধ্বংসী ক্রিকেটার সূর্য কুমার যাদব।

যদি মিডিল অর্ডারের কথা বলি, সে ক্ষেত্রে এক ঝাঁক অলরাউন্ডার দেখা যাবে ভারতের একাদশে। রবীন্দ্র জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন দায়িত্ব নেবেন বলের পাশাপাশি ভারতের স্কোর দীর্ঘ করার। যেখানে পেস বোলার হিসেবে দেখা যাবে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মোহম্মদ সামিকে।

ভারতের শক্তিশালী একাদশ: শুভমান গিল, ঈশান কিশাণ, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ।

About Author