Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Fan blade: ভারতে বেশিরভাগ পাখায় থাকে তিনটি ব্লেড, আমেরিকায় থাকে চারটি, এর পিছনে আসল রহস্যটা জানেন?

ভারত মূলত একটি গ্রীষ্ম প্রধান দেশ এবং এই দেশে বেশিরভাগ রাজ্যে বছরের বেশি সময় গরমকাল থাকে। যতই আজকাল এসি এবং কুলার জীবনে আসুক না কেন গরমে নাজেহাল জীবনে সিলিং ফ্যানের…

Avatar

ভারত মূলত একটি গ্রীষ্ম প্রধান দেশ এবং এই দেশে বেশিরভাগ রাজ্যে বছরের বেশি সময় গরমকাল থাকে। যতই আজকাল এসি এবং কুলার জীবনে আসুক না কেন গরমে নাজেহাল জীবনে সিলিং ফ্যানের ভূমিকা সব থেকে বেশি। এখনো দেশে বেশিরভাগ মানুষের বাড়িতেই সিলিং ফ্যান ভরসা। গরমে প্রায় বিধ্বস্ত হয়ে আপনি রীতিমত কাহিল। সেই সময়, সিলিং থেকে ঝুলতে থাকা তিন ডানাওয়ালা মেশিনটি ছাড়া আর কিছুই আপনার চোখে পড়ে না। তবে কখনো কখনো সিলিং ফ্যানের সঙ্গে যোগ্য সঙ্গত করে থাকে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান। এসির দাপট যতই বাড়ুক না কেন, এখনো ভারতের ঘরে ঘরে সেই পরিচিত ছবি ভেসে ওঠে। তবে ফ্যান যেমনই হোক না কেন এ দেশে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যানে থাকে তিনটি ব্লেড। তবে অনেক সময় ছোট ছেলে আপনি চারটি ব্লেড দেখতে পাবেন। তবে ভারতের ক্ষেত্রে এই ধরনের চারটি ব্লেডের পাখা বিরল।

তবে সব দেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একই রকম নয়। ভারতে ফ্যানের ব্লেডের সংখ্যা ৩ হলেও বিশ্বের বেশিরভাগ শীত প্রধান দেশে কিন্তু ফ্যানে চারটি ব্লেড লাগানো থাকে। অনেক সময় আবার পাঁচটি ব্লেড থাকে কিছু কিছু পাখায়। আমেরিকা এবং কানাডার সমস্ত পাখাতে চার বা চারের বেশি ব্লেড থাকে। এর কারণটা কি? কখনো কি ভেবে দেখেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৈজ্ঞানিকদের মতে পাখায় যত কম ব্লেড থাকবে, তত বেশি হাওয়া দেবে সেই ফ্যান। ভারতবর্ষ মূলত গরমপ্রধান দেশ এবং সেই কারণে বেশিরভাগ জায়গায় পাখায় হওয়ার প্রয়োজন হয়। যেহেতু এই দেশে গরম থেকে বাচতে পাখা চালানো হয় তাই পাখার ব্লেডের সংখ্যাটাকে কম রাখা হয়। অন্যদিকে, শীত প্রধান দেশে এই প্রয়োজনটা নেই। সেখানে ফ্যান চালানো হয় মূলত হাওয়া চলাচলের জন্য এবং বেশি ব্লেড থাকলে সেখানে একটা সমস্যা হয়। অতিরিক্ত ব্লেড থাকলে পাখা ভারী হয়ে যাওয়ায় ঠান্ডা হাওয়া কম হয়। সেই কারণেই গ্রীষ্ম প্রধান দেশে তুলনায় হালকা এবং কম ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়। অন্যদিকে শীত প্রধান দেশে ভারি পাখা ব্যবহার করা হয়।

About Author