Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাপান থেকে আসছে ভারতের প্রথম বুলেট ট্রেন, জেনে নিন কিছু ভিতরের কথা

খুশির খবর আসছে। আমরা দেশের প্রথম বুলেট ট্রেনের কথা বলছি। জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরে চলবে এই ট্রেন। ট্রেন আসার পর ভারত আশাবাদী যে জাপানের শিনকানসেন প্রযুক্তি আমাদের দেশের…

Avatar

খুশির খবর আসছে। আমরা দেশের প্রথম বুলেট ট্রেনের কথা বলছি। জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরে চলবে এই ট্রেন। ট্রেন আসার পর ভারত আশাবাদী যে জাপানের শিনকানসেন প্রযুক্তি আমাদের দেশের রেল যাত্রা বদলে দেবে। এই বুলেট ট্রেনগুলি 320 কিলোমিটার / ঘন্টা গতিতে চলে, যা ভ্রমণের সময় হ্রাস করতে এবং এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করা সহজ করে তুলতে সহায়তা করবে।

গতি 350 কিলোমিটার/ঘণ্টা

মুম্বই-আহমেদাবাদ করিডরের জন্য প্রথম বুলেট ট্রেনের নাম রাখা হয়েছে Shinkansen E5। শিনকানসেন ট্রেনগুলো তাদের গতির জন্য বিখ্যাত। এদিকে, ভারতীয় রেল চাইছে 2024 সাল শেষ হওয়ার আগেই ট্রেনের অর্ডার দেওয়া হোক। Shinkansen E5 সর্বোচ্চ 350 কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে। ভারতের প্রথম বুলেট ট্রেনটি প্রাথমিকভাবে 320 কিলোমিটার/ঘণ্টা গতিতে চলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হতে চলেছে দুটো রুট

ভারতীয় রেলও সেমি হাইস্পিড ট্রেন চালু করার পরিকল্পনা করছে। এই জাতীয় ট্রেনগুলি রাজধানী এবং শতাব্দীর মতো প্রিমিয়াম পরিষেবাগুলির বিকল্প হতে পারে। এগুলো ঘণ্টায় 250 কিলোমিটার বেগে ছুটবে বলে ধারণা করা হচ্ছে। বুলেট দুটি ভ্রমণের বিকল্প দেবে, প্রথম বিকল্পটি 12 টি স্টেশন সহ একটি রুট হবে। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এবং দ্বিতীয়টি সীমিত বিরতি সহ দ্রুত গতিতে চলমান একটি রুট। করিডোরটি 508 কিলোমিটার বিস্তৃত হবে, যার মধ্যে গুজরাটে 351 কিলোমিটার এবং মহারাষ্ট্রে 157 কিলোমিটার। আগামীতে বুলেট ট্রেন বাড়ানো হবে, 35টি বুলেট ট্রেন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

About Author