Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার পর HSTDV-র সফল পরীক্ষা ভারতের

ভারত : মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার পর এবার ভারতের কাছে এলো সবথেকে বড় প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য। এবার HSTDVএর সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। সোমবার ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম…

Avatar

ভারত : মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার পর এবার ভারতের কাছে এলো সবথেকে বড় প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য। এবার HSTDVএর সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। সোমবার ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে “হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল” পরীক্ষা করা হয়।

শব্দের থেকে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগবে এই প্রযুক্তি। ভেহিকেল-এ দেওয়া হয়েছে স্ক্র্যামজেট ইঞ্জিন। সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে সব রকম চাহিদা পূরণ করবে এই প্রযুক্তি, জানিয়েছে ডিআরডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

“হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিকেল” এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি বাড়ানোর পাশাপাশি খুব কম খরচে রকেটও উতক্ষেপণ করা যাবে বলে সূত্রের খবর। ক্ষেপণাস্ত্রের গতি অন্তত ৬ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই প্রযুক্তি। আশা করা হচ্ছে ভারতের এই নতুন আবিষ্কার বিশ্ব দরবারে আরেক নতুন দরজা খুলে দেবে। যার জেরে শীঘ্রই লাভের সম্সিঘ্রইহবে ভারত।

 

About Author