ভারতীয় সেনাবাহিনীতে তৈরি হল নতুন পদ। দীর্ঘ দুদশকের জটিলতা কাটিয়ে অবশেষে তৈরি হলো নতুন এই পদ। মঙ্গলবার ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ নামের এই পদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে। প্রসঙ্গত ২০১৯ এর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে এই পদটির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন বাহিনীর প্রধান এবং কিছু বাছাই করা অফিসারদের নিয়ে তৈরি হয়েছে একটি টিম, এই টিমের শীর্ষে থাকা পদাধিকারীই চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS.
১৯৯৯ এ কার্গিল যুদ্ধের পরেই সেনাবাহিনীতে পরিবর্তন আনতে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিই রিপোর্ট দিয়েছিল ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ গঠন করার, যাতে জল, স্থল ও বায়ুসেনার মধ্যে সঠিক ভাবে সমন্বয় করা যায়। কিন্তু প্রস্তাবটি তখন সফলতা পায়নি। দীর্ঘ দুই দশক পরে অবশেষে প্রস্তাবটি সফলতা পেলো। এতদিন তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজটি দেখতো ‘চিফ অফ স্টাফস কমিটি’, এবার থেকে সেই কাজটি ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ করবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : আমেরিকার সাথে ছয়টি আক্রমণকারী হেলিকপ্টার চুক্তি করতে চলেছে ভারতীয় সেনা
আমেরিকা, ব্রিটেন সহ পৃথিবীর বড় বড় দেশ গুলিতেই তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। গুরুত্বপূর্ণ অস্ত্র কেনা থেকে শুরু করে কোনো যুদ্ধের সময় রণকৌশল ঠিক করা সবটাই করেন এই ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’। ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ গঠিত হলে অনেক কম সময়ে জটিল সিদ্ধান্ত নেওয়া যাবে, অযথা সরকারের উপর ভরসা করে বসে থাকতে হবেনা। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হতে চলেছেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত।