Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

India Pakistan rail ticket: ১৯৪৭ সালে ভারত থেকে পাকিস্তান যাওয়া ছিল এতটাই সস্তা, ভাইরাল পুরনো ট্রেনের টিকিট

সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হয় তা আজকের দিনে আগে থেকে আর বলা যায় না। সাম্প্রতিক সময়ে পুরনো বিয়ের কার্ড থেকে শুরু করে পুরনো গাড়ির বিল পর্যন্ত নানা ধরনের পুরনো…

Avatar

সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হয় তা আজকের দিনে আগে থেকে আর বলা যায় না। সাম্প্রতিক সময়ে পুরনো বিয়ের কার্ড থেকে শুরু করে পুরনো গাড়ির বিল পর্যন্ত নানা ধরনের পুরনো জিনিস মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই তালিকায় 37 বছর পুরোনো একটি রেস্তোরাঁর বিল প্রথম প্রকাশ করা হয়েছিল, যা দেখে সবাই জানতে পেরেছিলেন যে, সে সময় একটি ভাল রেস্তোরাঁতেও শাহী পনির পাওয়া যেত মাত্র ৮ টাকায় এবং ডাল মাখানি মাত্র ৫ টাকায়। এই বিল দেখার পর মানুষও একে নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একটি ট্রেনের টিকিট। তবে এটি যে সে টিকিট কিন্তু না। এটি আসলে ১৯৪৭ সালের একটি ট্রেনের টিকিট, যা ভারত ও পাকিস্তানের স্বাধীনতার প্রথম দিকের একটি টিকিট। বর্তমানে, ভারত ও পাকিস্তানের স্বাধীনতার প্রথম দিকের এই রেলের টিকিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

আপনাদের জানিয়ে রাখি, এই টিকিটটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং অমৃতসরের মধ্যে ট্রেন ভ্রমণের। এই রেলের টিকিটে মোট নয়জনের নাম লেখা আছে। এই টিকিট অনুযায়ী, সেই সময়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতের অমৃতসর পর্যন্ত নয় জনের ট্রেনের টিকিটের দাম ছিল মাত্র ৩৬ টাকা ৯ আনা। অর্থাৎ, ভারত-পাকিস্তানের মধ্যে রেলের ভাড়া ছিল জনপ্রতি মাত্র ৪ টাকা। আশ্চর্যজনকভাবে, এই টিকিটটি থার্ড এসির, যা আরো বেশি অবাক করছে সকলকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রযুক্তি ও সামাজিক কাঠামোর দিক থেকে হয়তো অনেক পরিবর্তন হয়েছে। তবে, এখন এই পুরানো টিকিট, বিল এবং কার্ডগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন আকর্ষণীয় পোস্ট ভাইরাল হচ্ছে। এই টিকিটটি ১৭ সেপ্টেম্বর ১৯৪৭ সালের। এই টিকিটের ছবি পাকিস্তান রেল লাভার্স নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে শেয়ার করা হয়েছে, যা এ পর্যন্ত ১৫ হাজার মানুষ লাইক করেছেন।

About Author