Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শীঘ্রই প্রকাশিত হবে করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের তথ্য

অরূপ মাহাত: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা দ্বারা যৌথ ভাবে আবিষ্কৃত সম্ভাব্য করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রথম ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট। বুধবার, আইটিভি…

Avatar

অরূপ মাহাত: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা দ্বারা যৌথ ভাবে আবিষ্কৃত সম্ভাব্য করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রথম ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট। বুধবার, আইটিভি সূত্রে জানা গেছে যে, এজেডডি ১২২২ কোভিড ১৯ ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার বিষয়ে ইতিবাচক খবর প্রকাশিত হতে পারে। রয়টার্সের বিবৃতি দিয়ে জার্নালের এক মুখপাত্র জানান, ‘এই পত্রিকাটি সম্পাদনা ও প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবার, ২০ জুলাই এই সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশিত হবে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মানবদেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা ভ্যাকসিনটি প্রাথমিক পর্যায়ে নোভেল করোনা ভাইরাস থেকে ‘দ্বিগুণ সুরক্ষা’ প্রদান করে। ডেইলি টেলিগ্রাফ এক সূত্রের বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ভ্যাকসিনের একটি ডোজ প্রাপ্ত একদল স্বেচ্ছাসেবীর কাছ থেকে নেওয়া রক্তের নমুনাগুলিতে দেখা গেছে যে, এটি শরীরকে অ্যান্টিবডি এবং হত্যাকারী টি-কোষ উভয়ই উৎপাদন করতে উদ্বুদ্ধ করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার রয়টার্স জানায়, আইটিভির রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেস্টন একটি ব্লগে লেখেন, “আমি শুনছি শিগগিরই অক্সফোর্ড কোভিড ১৯ ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার বিষয়ে শীঘ্রই ইতিবাচক সংবাদ দেবে। এটি তৈরি করতে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডকে সাহায্য করেছে। অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট-এ তৈরি হওয়া সম্ভাব্য কোভিড ১৯ ভ্যাকসিনটি অ্যাস্ট্রাজেনেকার লাইসেন্স পেয়েছে। এই ভ্যাকসিনটি কোভিড ১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে পারে কিনা তা নির্ধারণের জন্য ইতিমধ্যে বৃহত্তর ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে।

About Author