টানা কয়েকদিনের ভারী বর্ষণে মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত। এখনও জলমগ্ন বাণিজ্য নগরীর বিস্তীর্ণ এলাক। জল দাঁড়িয়ে রয়েছে মহানগরের বড়, ছোট, মাঝারি প্রায় সব রাস্তাতেই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, লোকের বাড়ির ভেতর ঢুকে পড়ছে রাস্তার জমা জল। ফলে, অন্যান্য এলাকার মতো তুলসী পাইপ রোডেও জল পাস করতে খুলে দেওয়া হয়েছিল ম্যানহোল। সেই খোলা ম্যানহোল থেকে যাতে কোন বড় বিপদ না ঘটে, তাই বৃষ্টির মধ্যে টানা ৫ ঘণ্টা সেখানে দাঁড়িয়ে খোলা ম্যানহোল পাহারা দেন সেই মহিলা।This video is from Tulsi Pipe Road in Matunga West, Mumbai. The lady seen in the video had been standing beside the open manhole for five hours to warn commuters driving on the road.
— The Better India (@thebetterindia) August 7, 2020
VC: Bhayander Gudipadva Utsav pic.twitter.com/FadyH175mY
দেশসেবার অনন্য নজির, টানা ৫ ঘণ্টা খোলা ম্যানহোল পাহারা দিলেন মুম্বইয়ের মহিলা, দেখুন ভিডিও
সেনাবাহিনীতে চাকরি না করে, মন্ত্রী-আমলা না হয়েও যে দেশ সেবা করা যায়, তা দেখিয়ে দিলেন মুম্বাইয়ের এক মহিলা। না, তিনি কোন সরকারি চাকুরিজীবি নন, তা সত্ত্বেও দেশের একজন দায়িত্বশীল নাগরিক…

আরও পড়ুন