দেশনিউজ

একেই বলে ভাগ্য! মাটির নিচ থেকে পেলেন হীরে, গরীব থেকে রাতারাতি লাখপতি এক দিনমজুর

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – একেই বলে ভাগ্য! মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড এলাকার পান্না গ্রামে মাটির নিচ থেকে উঠে এসেছে হীরে। বেশি পরিমাণে না হলেও তিনটে হীরের মোট ওজন ৭.৫ ক্যারেট। সুবল নামের এক মজুর দিন আনা দিন খেয়ে যার সংসার চলে সে পেয়েছেন এমন তিনটি হীরে। সব মিলিয়ে হীরের দাম ৩০ লক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা হতে পারে।

Advertisement
Advertisement

মাটি খুঁড়ে পাওয়ার পরেই হীরা গুলিকে দেওয়া হয়েছে পান্না জেলার ডায়মন্ড অফিসার আর.কে. পান্ড্যকে। আপাতত এই হীরা গুলি নিলামে উঠবে তারপরে নিলামে ওঠার পরে যে টাকা গুলো পাওয়া যাবে তার ১২% টাকা কর বাবদ রেখে দিয়ে পুরোটাই মালিককে দিয়ে দেওয়া হবে।

Advertisement

তবে এই ঘটনা এইবারই প্রথম বার নয়। এর আগেও মধ্যপ্রদেশের বুন্দেলখান্ড এলাকার পান্না গ্রাম থেকে হীরা পাওয়া গিয়েছিল। শুধু দেশেই নয়, গোটা পৃথিবীতেই হীরের খনি হিসাবে পরিচিতি রয়েছে এই জায়গার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button