চিকিৎসকের ভূমিকায় এবার নিয়ে আসা হয়েছে গনপতি বাপ্পাকে। ঠাকুররূপী গণেশ চিকিৎসক সেজে হয়তো করোনা ভাইরাসকে এ দেশ থেকে তাড়াতে পারবে এমন আশা নিয়েই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।Karnataka: Idols of Lord Ganesh in Bengaluru have been given looks of doctors ahead of Ganesh Chaturthi, amid #COVID19. Shridhar, an idol maker says, "We are facing COVID. We have to tell people to pray to Lord Ganesh for the betterment of the situation throughout the world." pic.twitter.com/sJ5TErv3jL
— ANI (@ANI) August 2, 2020
ডাক্তারের ভূমিকায় এবার ভগবান গণেশ, করোনা আবহে অভিনব উদ্যোগ
শ্রেয়া চ্যাটার্জি- ব্যাঙ্গালোরের গণেশ চতুর্থী উৎসবে ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গণেশ ঠাকুর। শ্রীধর যিনি এই ঠাকুর তৈরি করেছেন তিনি বলছেন, "আমরা এখন করোনা ভাইরাস এর মারন ভাইরাস এ আক্রান্ত হচ্ছি।…

আরও পড়ুন