নিরাপত্তার কথা মাথায় রেখে থেকে ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারতীয় সেনা। এই ৮৯ টি অ্যাপের মধ্যে এর আগে কেন্দ্রীয় সরকারের ব্যান করা ৫৯ টি চীনা অ্যাপও আছে। ব্যান হওয়া ৮৯ টি অ্যাপের মধ্যে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, উইচ্যাট, হাইক, ট্রু কলার, পাবজি, লাইকি, টিন্ডারের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং এবং গেমিং অ্যাপ। এছাড়াও বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও অ্যাপ আছে। সেনাবাহিনীর নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে ওই ৮৯টি অ্যাপ থেকে জওয়ানদের প্রোফাইল মুছে ফেলতে হবে। নির্দেশ না মানলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে বারবার হানি ট্র্যাপের ঘটনা সামনে এসেছে। হানি ট্র্যাপের মাধ্যমে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার হয়ে গেছে। সেই জন্যই এক ধাক্কায় জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ সহ ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারতীয় সেনা। সংশ্লিষ্ট মহলের ধারণা, চীন ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গুলি বিভিন্নভাবে ভারতীয় সেনার তথ্য জানার চেষ্টা করছে। আর এই তথ্য জানার সবচেয়ে সহজ উপায় হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানি ট্র্যাপের ফাঁদ পাতা। আর এতেই পা দিয়ে বিপদে পড়ছেন জওয়ানরা। তাই নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিলো সেনা।ব্যান হওয়া অ্যাপ গুলি দেখে নিন একনজরে-ম্যাসেজিং প্ল্যাটফর্ম: WeChat, QQ, Kik, ooVoo, Nimbuzz, Helo, Qzone, Share Chat, Viber, Line, IMO, Snow, To Tok, Hikeহোস্টিং: TikTok, Likee, Samosa, Kwaliকন্টেন্ট শেয়ারিং: Shareit, Xender, Zapyaওয়েব ব্রাউজার: UC Browser, UC Browser Mini,লাইভ স্ট্রিমিং: LiveMe, BigoLive, Zoom, Fast Films, Vmate, Uplive, Vigo Videoগেমস: PUBG, NONO Live, Clash of Kings, All Tencent gaming apps, Mobile Legendsই-কমার্স: Club Factory, AliExpress, Chinabrands, Gearbest, Banggood, MiniInTheBox, Tiny Deal, Dhhgate, LightinTheBox, DX, Eric Dress, Zaful, Tbdress, Modility, Rosegal, Shein, Romweডেটিং: Tinder, TrulyMadly, Happn, Aisle, Coffee Meets Bagel, Woo, OkCupid, Hinge, Badoo, Azar, Bumble, Tantan, Elite Sinles, Tagged, Couch Surfingইউটিলিটি: Cam Scanner, Beauty Plus, True Callerঅ্যান্টি-ভাইরাস: 360 Securityনেটওয়ার্কিং: Facebook, Baidu, Instagram, Ello, SnapChatনিউজ: Daily Hunt, News Dogব্লগিং/মাইক্রোব্লগিং: Yelp, Tumblr, Reddit, FriendsFeed, Private Blogsঅনলাইন বুকিং: Pratilipiহেলথ: Heal of Yলাইফস্টাইল: POPXOনলেজ: Vokalমিউজিক: Hungama, Songs.pk
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?