Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইতিহাসের পথে ভারত, তিনজনের শরীরে ভ্যাক্সিনের ট্রায়াল

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। কিছুতেই এর রাশ টানা যাচ্ছে না। গোটা বিশ্ব জুড়েই এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। চীন, ব্রিটেন, রাশিয়ায় গবেষণা শুরু হয়েছে অনেক আগে থেকেই। এবার…

Avatar

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। কিছুতেই এর রাশ টানা যাচ্ছে না। গোটা বিশ্ব জুড়েই এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। চীন, ব্রিটেন, রাশিয়ায় গবেষণা শুরু হয়েছে অনেক আগে থেকেই। এবার সেই গবেষণার পথে এগোল ভারত। শুক্রবার রোহতাকে শুরু হল ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ দেওয়া হল মানব শরীরে। কিন্তু এখনও পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি বলেই জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

এই ভ্যাকসিন প্রয়োগের জন্য গত ১০ দিনে ১০০ জন নাম রেজিস্টার করেছে। এদিকে ভ্যাকসিন তৈরির বিষয়ে অনেকটাই এগিয়ে আছে রাশিয়া। এই দেশ জানিয়েছে যে এবছরই রাশিয়ায় ৩ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি হবে। বিদেশে উৎপাদন করা হবে আরও ১৭ কোটি ডোজ ভ্যাকসিন। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান যে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের পরীক্ষায় কয়েক হাজার মানুষের দেহে পরীক্ষা করা হবে। এইবছর অগস্টেই এই পরীক্ষা শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে জানা গিয়েছে, করোনার ভ্যাকসিন আবিস্কারে অনেকটা পথ এগিয়ে গিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যদিও সরকারি ভাবে কিছুই জানায়নি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম ‘ডেলি টেলিগ্রাফ’-এর তরফে জানান হয়েছে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য মিলেছে। আর মানব শরীরেও ওই প্রতিষেধকের ফলে অভাবনীয় সাড়া মিলেছে।

About Author