অবশেষে করোনা নামক মারণ ভাইরাসের সাথে লড়াই করে জয়লাভ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ কিছুদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভর্তি হয়েছিলেন মেদান্ত হাসপাতালে। ট্যুইট করে নিজেই জানিয়েছিলেন তার অসুস্থ হওয়ার কথা। এবার ফের জানালেন নিজের সুস্থ হওয়ার কথা।
তিনি এই বিষয়ে ট্যুইট করে বলেন, “আজ আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ইশ্বরকে ধন্যবাদ জানাই এবং যারা যারা এই সময়ে আমার স্বাস্থ্যোন্নতির জন্য শুভ কামনা জানিয়ে আমার পরিবারের সাহস বাড়িয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। ডাক্তারের পরামর্শ মতো আরও কিছুদিন বাড়িতে আইসোলেশনে থাকবো।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowआज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।— Amit Shah (@AmitShah) August 14, 2020
একইসাথে তিনি মেদান্ত হাসপাতালের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বিজেপি শিবিরের বেশ কয়েকজনকে আইসোলেশনে পাঠানো হয়। উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই দিল্লী বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে পোস্ট করে, তা ডিলিট করে দিয়েছিলেন।