লকডাউনে সমস্ত ব্যাংক খোলা থাকলেও ব্যাংক গুলির কাজের সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। দেশের অধিকাংশ রাজ্যেই লকডাউন উঠে গিয়ে জারি হয়েছে আনলক। আনলক জারি হওয়ার পর থেকেই পূর্ব নির্ধারিত সময়েই খুলছে সমস্ত ব্যাংকের শাখা। আসন্ন আগস্ট মাসে ব্যাংকে কতদিন ছুটি থাকবে তা ঘোষণা করা হলো রিজার্ভ ব্যাংকের তরফে। আগস্ট মাসে শনিবার, রবিবার এবং বিভিন্ন ছুটির দিন গুলি ধরে মোট ১৩ দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক। এই ছুটির দিন গুলির মধ্যে রবিবার, শনিবার এবং বিভিন্ন রাজ্যের ছুটিও আছে।
দেখে নিন আগস্ট মাসের ব্যাংকের ছুটির তালিকা-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১. ১লা আগস্ট: বকরী ঈদের জন্য এইদিন সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
২. ৩রা আগস্ট: রাখী পূর্নিমার ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে এইদিন।
৩. ১১ই আগস্ট: জন্মাষ্টমীর জন্য ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই এবং হায়দ্রাবাদে বন্ধ থাকবে ব্যাংক।
৪. ১২ই আগস্ট: জন্মাষ্টমীর জন্য এইদিন আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
৫. ১৩ই আগস্ট: প্যাট্রিয়টিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে।
৬. ১৫ই আগস্ট: স্বাধীনতা দিবসের ছুটিতে এইদিন ব্যাংক বন্ধ থাকবে।
৭. ২২শে আগস্ট: গণেশ চতুর্থী উপলক্ষে এইদিন আহমেদাবাদ, বেলাপুর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, নাগপুর, পানাজিতে ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার গুলিতে বন্ধ থাকবে ব্যাংক।