Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Team India: এই ৫ ক্রিকেটারের জন্য বিশ্বকাপ হারলো ভারত, অপেক্ষা শুরু আরও ৪ বছরের

গতকাল ভারতীয় টিমের একাধিক ভুলের কারণে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। নিবন্ধের প্রথমে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। তাছাড়া টানা…

Avatar

গতকাল ভারতীয় টিমের একাধিক ভুলের কারণে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। নিবন্ধের প্রথমে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। তাছাড়া টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছিল বিরাট কোহলিরা। তবে ৫ ভারতীয় ক্রিকেটারের জন্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জা জনক ভাবে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। আজকের নিবন্ধে চলুন দেখে নিই কারা সেই ৫ অপরাধী-

১. শুভমান গিল: এই অপরাধির তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। যখন ব্যাটিংয়ের এক প্রান্তে দাঁড়িয়ে রোহিত শর্মা একের পর এক চার-ছক্কা হাকাচ্ছেন, ঠিক তখনই অপ্রয়োজনীয় শর্ট খেলে ৭ বলে ৪ রান করে আউট হন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. শ্রেয়াস আইয়ার: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের মিডিল অডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। পরপর দুটি উইকেট হারানোর পরেও নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি সেমিফাইনালে শতরানের ইনিংস খেলা এই ক্রিকেটার। বিনা প্রয়োজনে অবাঞ্চিত শর্ট খেলে মাঠ ত্যাগ করে শ্রেয়াস আইয়ার।

৩. সূর্য কুমার যাদব: ভারতীয় স্কোয়াডে সূর্য কুমার যাদবের নাম ঘোষণা হতেই নানা মহলে সমালোচনার শিকার হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওডিআই ক্রিকেটে চরম ব্যর্থ সূর্য কুমার যাদবকে কেন স্কোয়াডে রাখা হচ্ছে তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। চলতি বিশ্বকাপে একাধিক ম্যাচে সুযোগ পেলেও হতাশজনক পারফরমেন্স করেছেন এই ক্রিকেটার। গতকাল মাত্র ১৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

৪. রবীন্দ্র জাদেজা: তালিকায় এই নামটি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনি? তবে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের পরাজয়ের পেছনে রয়েছে এই ক্রিকেটারের অবদান। ব্যাট হাতে চরম ব্যর্থতার পাশাপাশি বল হাতেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন রবীন্দ্র জাদেজা।

৫. মোহাম্মদ সিরাজ: গতকাল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ওপর কোনরকম প্রভাব বিস্তার করতে পারেননি ভারতীয় এই বোলার। বিগত কয়েক ম্যাচে ধ্বংসাত্মক পারফরমেন্সকারী মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

About Author