Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালালো গোটা দেশ

করোনা ভাইরাস সংক্রমণের ফলে ছড়িয়ে পড়া অন্ধকারকে চ্যালেঞ্জ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর, আজ রাত ৯ টায় সারা দেশজুড়ে মানুষ তাদের অপ্রয়োজনীয় আলো বন্ধ করে বাড়ির বারান্দায় মোমবাতি…

Avatar

করোনা ভাইরাস সংক্রমণের ফলে ছড়িয়ে পড়া অন্ধকারকে চ্যালেঞ্জ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর, আজ রাত ৯ টায় সারা দেশজুড়ে মানুষ তাদের অপ্রয়োজনীয় আলো বন্ধ করে বাড়ির বারান্দায় মোমবাতি ও প্রদীপ জ্বালালেন। বিভিন্ন শহর ও গ্রাম জুড়ে মানুষজন ২১ দিনের লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সম্মিলিত ইচ্ছাকে প্রকাশ করতে বলেছিলেন। শুধু মোমবাতি জ্বালানোই নয় বিভিন্ন জায়গায় বাজি ফাটানো, হর্ন বাজানো এবং ঘণ্টা বাজাতেও দেখা যায়।

এই বিষয়ক ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দিশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি ট্যুইট করে বলেন, “নরেন্দ্র মোদিজির ডাকে সাড়া দিয়ে আমি এবং আমার সহনাগরিকরা একসঙ্গে মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছি। সাথে করোনা ভাইরাসকে পরাস্ত করার জন্য আমাদের দায়িত্ব পালন করেছি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া নিজেদের বাড়িতে মোমবাতি, প্রদীপ জ্বালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাডু, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে এই নিয়ে দ্বিতীয়বার সম্মিলিতভাবে সামিল হলেন সারা দেশবাসী। দেশের এমন বিপদের মুখে একতার বার্তা দিলো গোটা দেশের মানুষ।

About Author