Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কঠিন পরিস্থিতিতেও আশার আলো দেখছে ভারত, করনায় সুস্থ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৪৬৩ জন নতুন আক্রান্ত যোগ হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮১৫ তে। এছাড়া মোট…

Avatar

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৪৬৩ জন নতুন আক্রান্ত যোগ হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৮১৫ তে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। তবে এরই মাঝে আশার আলো দেখিয়ে সুস্থ হয়েছেন ১১৯০ জন।

এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল গতকালই জানিয়েছেন, দেশের মোট করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের শরীরে সংক্রমণের পরিমাণ মৃদু, আর বাকি ২০ শতাংশকে রাখা হয়েছে আইসোলেশনের বিশেষ পর্যবেক্ষণে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সংক্রমণের বিচারে গোটা দেশে মহারাষ্ট্র, দিল্লী ও তামিলনাড়ুর অবস্থা খুবই শোচনীয়। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৩৩৭। মহারাষ্ট্রের পরেই দিল্লীতে আক্রান্তের সংখ্যা ১৫১০ জন এছাড়া তামিলনাড়ুতে আক্রান্ত ১১৭৩ জন।

আজ বাংলা নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি বলেন যে, দেশে সংক্রমণ কমাতে গেলে আরও বেশি করে নমুনা পরীক্ষার প্রয়োজন। এছাড়া আরও বলেন, যে জায়গাগুলি হটস্পটে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে সেখানে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে। কারণ হটস্পট বাড়লেই সংকট আরও বেশি করে বাড়বে। শুধু তাই নয় তিনি লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩রা মে পর্যন্ত ঘোষণা করেন।

About Author